Physics
সরল স্পন্দন গতি কাকে বলে? সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য
এখানে সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে, সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য বিস্তারিত দেওয়া হলো।
সরল ছন্দিত স্পন্দন গতি একটি বিশেষ ধরণের পর্যায়বৃত্ত গতি। এই গতিতে কোন বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয়।
সরল স্পন্দন গতি কাকে বলে?
যে গতিতে বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দুমুখী এবং ঐ বিন্দু হতে বস্তুটির সরণের সমানুপাতিক তাকে সরল স্পন্দন গতি বলে।
অথবা, যে গতিতে বস্তুর ত্বরণ সরণের সমানুপাতিক এবং নির্দিষ্ট বিন্দুমুখী তাকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে।
সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য
সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্য গুলো নিচে দেওয়া হলো-
১। এটি একটি পর্যায়বৃত্ত গতি।
২। এটি একটি সরল রৈখিক গতি।
৩। গতিশীল বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দুমুখী।
৪। গতিশীল বস্তুর ত্বরণ উক্ত নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী।
৫। এটি একটি স্পন্দন গতি।
৬। সরণকে সময়ের অপেক্ষক দ্বারা প্রকাশ করলে তাতে Sine এবং Cosine যুক্ত রাশিমালা উপস্থিত থাকে।