Chemistry
বিক্রিয়ার হার কী? বিক্রিয়ার হার কাকে বলে
এখানে নিচে বিক্রিয়ার হার কী বা বিক্রিয়ার হার কাকে বলে, বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার হারের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করা হলো।
কোনো রাসায়নিক বিক্রিয়া প্রতি একক সময়ে যে হারে সম্পন্ন হয়, তাকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলে। বিক্রিয়ার সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ঘটে।
বিক্রিয়ার হার কাকে বলে?
প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। অর্থাৎ, বিক্রিয়ার হার = (বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন)/(ঐ পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়)
বিক্রিয়ার হারের বৈশিষ্ট্য
বিক্রিয়ার হারের বৈশিষ্ট্যগুলো হলো-
১। প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয়, তাকে ঐ বিক্রিয়ার-হার বলে।
২। তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়।
৩। তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে।
৪। বিক্রিয়ার হার ঘনমাত্রার ওপর নির্ভর করে।
৫। বিক্রিয়ার হারের একক molL-1s-1 বা Ms-1 ।