আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
এখানে কবি সুকান্ত ভট্টাচার্য রচিত উচ্চমাধ্যমিক বাংলা ১ম পত্রের আঠারো বছর বয়স কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো।
উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের পদ্যাংশের একটি কবিতার নাম আঠারো বছর বয়স। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আঠারো বছর বয়স কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন বা আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হলো।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
“আঠারো বছর বয়স” কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়সে অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর।
কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনা স্বপ্ন এবং কল্যাণব্রত- এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়।
আঠারো বছর বয়স কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
এখানে কবি সুকান্ত ভট্টাচার্য রচিত আঠারো বছর বয়স কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর নিচে দেওয়া হলো।
কবি-পরিচিতি
সংক্ষিপ্ত প্রশ্ন-১: কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
সংক্ষিপ্ত প্রশ্ন-২: সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের ১৫ তারিখে জন্মগ্রহণ করেন।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক স্বাধীনতা’ পত্রিকার সম্পাদক ছিলেন।
সংক্ষিপ্ত প্রশ্ন-৫: ‘ছাড়পত্র’ কার কাব্যগ্রন্থ?
উত্তর: ‘ছাড়পত্র’ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ।
সংক্ষিপ্ত প্রশ্ন-৬: ‘ঘুম নেই’ সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা?
উত্তর: ‘ঘুম নেই’ সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ।
সংক্ষিপ্ত প্রশ্ন-৭: ‘পূর্বাভাস’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘পূর্বাভাস’ একটি কাব্যগ্রন্থ।
সংক্ষিপ্ত প্রশ্ন-৮: ‘মিঠেকড়া’ রচনাটি কার সৃষ্টি?
উত্তর: ‘মিঠেকড়া’ রচনাটি সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টি।
সংক্ষিপ্ত প্রশ্ন-৯: ফ্যাসিবাদবিরোধী লেখক সংঘের কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ফ্যাসিবাদবিরোধী লেখক সংঘের কাব্যগ্রন্থের নাম ‘আকাল’।
সংক্ষিপ্ত প্রশ্ন-১০: ‘আকাল’ কাব্যগ্রন্থটি সুকান্ত কাদের বিরুদ্ধে সম্পাদনা করেছিলেন?
উত্তর: ‘আকাল’ কাব্যগ্রন্থটি সুকান্ত ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সম্পাদনা করেছিলেন।
সংক্ষিপ্ত প্রশ্ন-১১: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা?
উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের একটি কাৰ্য্যগ্রন্থ।
সংক্ষিপ্ত প্রশ্ন-১২: সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম ‘আকাল।’
সংক্ষিপ্ত প্রশ্ন-১৩: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন ১৯৪৭ সালে।
সংক্ষিপ্ত প্রশ্ন-১৪: কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।
মূলপাঠ
সংক্ষিপ্ত প্রশ্ন-১৫: তরুণরা মাথা তোলার ঝুঁকি নেয় কত বছর বয়সে?
উত্তর: তরুণরা মাথা তোলার ঝুঁকি নেয় আঠারো বছর বয়সে।
সংক্ষিপ্ত প্রশ্ন-১৬: কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-১৭: আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-১৮: পদাঘাতে আঠারো বছর বয়স কী ভাঙতে চায়?
উত্তর: পদাঘাতে আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায়।
সংক্ষিপ্ত প্রশ্ন-১৯: আঠারো বছর বয়স কী জানে না?
উত্তর: আঠারো বছর বয়স কাঁদতে জানে না।
সংক্ষিপ্ত প্রশ্ন-২০: আঠারো বছর বয়স কীসের মতো চলে?
উত্তর: আঠারো বছর বয়স স্টিমারের মতো চলে।
সংক্ষিপ্ত প্রশ্ন-২১: কোন বয়সে প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না?
উত্তর: আঠারো বছর বয়সে প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না।
সংক্ষিপ্ত প্রশ্ন-২২: শপথের কোলাহলে কারা আত্মাকে সমপর্ণ করে?
উত্তর: শপথের কোলাহলে আঠারো বছর বয়সি তরুণেরা আত্মাকে সমর্পণ করে।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৩: আঠারো বছর বয়সে তরুণরা আত্মাকে কোথায় সঁপে দেয়?
উত্তর: আঠারো বছর বয়সে তরুণরা আত্মাকে শপথের কোলাহলে সঁপে দেয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৪: কোন বয়সের প্রাণ তীব্র আর প্রখর?
উত্তর: আঠারো বছর বয়সের প্রাণ তীব্র আর প্রথর।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৫: আঠারো বছর বয়সে কানে কী আসে?
উত্তর: আঠারো বছর বয়সে কানে মন্ত্রণা (ভালো-মন্দ নানা তত্ত্ব) আসে।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৬: আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?
উত্তর: আঠারো বছর বয়স পথে-প্রান্তরে তুফান ছোটায়।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৭: কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে পড়ে?
উত্তর: দুর্যোগের সময় হাল ঠিকমতো রাখা ভার হয়ে পড়ে।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৮: আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কী হয়?
উত্তর: আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-২৯: কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে?
উত্তর: আঠারো বছর বয়সে অবিশ্রান্ত আঘাত আসে।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩০: আঠারো বছর বয়স কীসে কালো?
উত্তর: আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩১: লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কীরূপ হয়?
উত্তর: লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স কালো হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩২: কবির মতে, আঠারো বছর বয়স বেদনায় কেমন করে কাঁপে?
উত্তর: আঠারো বছর বয়স বেদনায় থরোথরো করে কাঁপে।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৩: আঠারো বছর বয়স কীসে থরোথরো কাঁপে?
উত্তর: আঠারো বছর বয়স বেদনায় থরোথরো কাঁপে।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৪: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সবকিছুর পরও কীসের জয়ধ্বনি শুনতে পান?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সবকিছুর পরও আঠারোর জয়ধ্বনি শুনতে পান।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৫: ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা কীসে বাঁচে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়সিরা দুর্যোগে আর ঝড়ে বাঁচে।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৬: আঠারো বছর বয়স কীসের মতো নয়?
উত্তর: আঠারো বছর বয়স ভীরু কাপুরুষের মতো নয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৭: কীসের ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না?
উত্তর: পথ চলার ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৮: কোন বয়সিরা সংশয়গ্রস্ত নয়?
উত্তর: আঠারো বছর বয়সিরা সংশয়গ্রস্ত নয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-৩৯: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির কবি এ দেশের বুকে কী নেমে আসার আহ্বান জানিয়েছেন?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির কবি এ দেশের বুকে আঠারো নেমে আসার আহ্বান জানিয়েছেন।
শব্দার্থ ও টীকা
সংক্ষিপ্ত প্রশ্ন-৪০: মানবজীবনের উত্তরণকালীন পর্যায় কোন বয়স?
উত্তর: মানবজীবনের উত্তরণকালীন পর্যায় আঠারো বছর বয়স।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪১: এ বয়স কী জানে?
উত্তর: এ বয়স জানে রক্তদানের পুণ্য।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪২: তারুণ্য সঠিক পথে না চললে কী হয়?
উত্তর: তারুণ্য সঠিক পথে না চললে জীবনে বিপর্যয় নেমে আসে।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৩: আঠারো বছর বয়সি তারুণ্য কীসের স্বপ্ন দেখে?
উত্তর: আঠারো বছর বয়সি তারুণ্য নতুন জীবনের স্বপ্ন দেখে।
পাঠ-পরিচিতি
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৪: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৫: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৬: ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৭: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৮: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন।
সংক্ষিপ্ত প্রশ্ন-৪৯: জাতীয় জীবনের চালিকাশক্তি কী?
উত্তর: জাতীয় জীবনের চালিকাশক্তি হলো তারুণ্য।
সংক্ষিপ্ত প্রশ্ন-৫০: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
আরো দেখুনঃ আঠারো বছর বয়স কবিতার অনুধাবন প্রশ্নের উত্তর
এখানে সুকান্ত ভট্টাচার্য রচিত আঠারো বছর বয়স কবিতার ৫০টি সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলো। এখান থেকে চাইলে নিচে থেকে পিডিএফও ডাউনলোড করা যাবে।