Bangla

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

HSC বাংলা প্রথম পত্রের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে প্রকাশ করা হলো।

এইচএসসি বা উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের একটি গল্পের নাম বিলাসী। বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা একটি ছোটগল্প। বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো।

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১: আলেয়া খাতুন রাতের বেলা এক হাতে লণ্ঠন আর অন্য হাতে রশি নিয়ে মনের দুঃখে কাঁদতে কাঁদতে পাশের বাড়ির সালেহা বেগমকে এসে • বললেন, ‘আম্মা আমার আর বাঁচার এতটুকু ইচ্ছে নেই। যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসলাম, সে-ই যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন আমি বাঁচতে চাই না। আমিও মরতে চাই।’ সালেহা বেগম বললেন, ‘দেখো বউমা, এমন কথা বোলো না। তোমার শ্বশুরের সাথে ত্রিশ বছর ধরে সংসার করেছি। তিনি মারা যাওয়ার পরে আজও এই ঘর, এই – সংসারকে আঁকড়ে পড়ে আছি। কোনোদিন এই সংসার ছেড়ে চলে যাওয়ার চিন্তাও করি নাই। তিনি যেদিন মারা গেলেন, বুকে পাথর বেঁধে সারাটি রাত তার পাশেই বসে ছিলাম। যাও বাড়ি যাও। সব ঠিক হয়ে যাবে।’ পাশেই বসে থাকা সালেহা বেগমের ছোটো সন্তান সোহাগ আলেয়া খাতুনকে জিজ্ঞাসা করে, ‘ভাবী তোমার হাতে লণ্ঠন কেন?’ আলেয়া খাতুন চট করে উত্তর দেন- ‘যদি সাপে কামড়ায়।’

ক. ন্যাড়ার মাদুলি-কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর কী অবশিষ্ট রইল?
খ. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলেয়া খাতুনের সাথে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের সালেহা বেগমের ক্ষেত্রে ‘বিলাসী’ গল্পে ‘ইহা আর এক শক্তি’; উক্তিটি প্রযোজ্য হয়নি।”- বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২: ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় অচেতন অবস্থায় পড়ে থাকা রায়হানকে পাশের বস্তির মেয়ে জাহানারা উদ্ধার করে নিয়ে আসে। স্মৃতি ফিরে পেলে রায়হান, জানতে পারে তার জীবন বাঁচিয়েছে ঐ মেয়েটি। দীর্ঘদিন সেবা-যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। রায়হান মেয়েটির প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তার বাবা জাহানারাকে মেনে নেয় না। কিছু টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করে দিতে চাইলে রায়হানও জাহানারার সাথে বস্তিতেই চলে যায় এবং সেখানেই সুখে সংসার বাঁধে।

ক. ‘বিলাসী’ গল্পের গল্প কথকের নাম কী?
খ. ‘ওরে বাপরে! আমি একলা থাকতে পারব না।’-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জাহানারা চরিত্রের সাথে ‘বিলাসী’ গল্পের বিলাসীর সাদৃশ্যপূর্ণ দিকটি আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের রায়হান এবং ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় উভয়েই মানবিকতার মূর্ত প্রতীক।”-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩: শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবারের জোগান দিতে পারে না। ফসল নষ্ট’ করার জন্য তাকে জমিদারের শাস্তিও পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গোহত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আঁধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

ক. ‘বিলাসী’ গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ. “গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম”-ব্যাখ্যা করো।
গ. গফুরের জীবনবাস্তবতার সাথে ‘বিলাসী” গল্পের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান?
ঘ. “উদ্দীপকের ‘গোহত্যা’ এবং গল্পের ‘অন্নপাপ’ একই সূত্রে গাঁথা”- তোমার মতামত আলোচনা করো।

সৃজনশীল প্রশ্ন ৪: সৌদামিনী মালোর পালিত পুত্র হরিদাসকে নিয়ে মনোরঞ্জন মালো গ্রামময় প্রচার করে দিল যে সৌদামিনী ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপকর্ম করেছে। ব্রাহ্মণের জাত মেরেছে সে। সৌদামিনী মালোর সাথে মনোরঞ্জন মালোর শত্রুতা আগে ছিল ব্যক্তিগত। এখন তা সমাজগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু একা মনোরঞ্জন মালো নয় সমস্ত গ্রাম সৌদামিনী মালোর বিরুদ্ধে জুলুম শুরু করল।

ক. ‘বিলাসী’ গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
খ. ‘একলা যেতে ভয় করবে না তো?’- কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের সৌদামিনী মালোর সাথে ‘বিলাসী’ গল্পের বিলাসী চরিত্রের কী মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা করো।
ঘ. উদ্দীপকের ‘ভয়ানক শাস্ত্রবিরুদ্ধ পাপ’ ‘বিলাসী’ গল্পে কীভাবে দেখানো হয়েছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫: কল্লোল চক্রবর্তী ও স্নেহা দাস বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী। প্রথমে বন্ধুত্ব তারপরে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের প্রস্তুতি উভয়ের। লেখাপড়া শেষ করে দুজনেই কর্পোরেট জব করছে এবং পরিবারের আপত্তি সত্ত্বেও দুজনে বিয়ের পিঁড়িতে বসতে পেরেছে। কল্লোল উচ্চবর্ণের পাত্র বিধায় তার পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। পরে মেনে নিতে বাধ্য হয়েছে। এভাবে প্রথাগত সামাজিক সংস্কারের বিপরীতে মানবতার জয় হয়েছে।

ক. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়ের আমবাগানটির দৈর্ঘ্য কত ছিল?
খ. ‘ওরে বাপরে আমি একলা থাকতে পারব না’- এই উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা করে বুঝিয়ে দাও।
ঘ. ‘কল্লোল’ চক্রবর্তীর সমাজ-পরিবারের মতো যদি, মৃত্যুঞ্জয়ের সমাজ-পরিবার সহনশীল হতো তবে মৃত্যুঞ্জয়-বিলাসীর করুণ পরিণতি দেখতে হতো না’- মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬: উচ্চশিক্ষার্থে বিদেশ গিয়ে রাফসান এক বিদেশিনিকে বিয়ে করে পরিবারের অমতে। ফলে পরিবার থেকে’ এক প্রকার তাকে ত্যাজ্যই করা হয়। অনেক বছর পরে পরিবার কিছুটা নমনীয় হলে রাফসান স্ত্রীকে নিয়ে দেশে ফেরে। ফিরেই করোনায় আক্রান্ত হয়ে মরণাপন্ন হয়ে পড়ে। তার স্ত্রী সেই সময় যেভাবে তাকে সেবা-শুশ্রুষা করে ভালো করে তোলে তাতে পরিবারের সবাই মুগ্ধ হয় এবং অবশেষে ভিনদেশি বধূকে আপন করে নেয়।

ক. মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নেই?
খ. ‘গ্রামটা এবার রসাতলে গেল’- কে বলেছিল? কেন?
গ. উদ্দীপকের ভিনদেশি বধূ ও ‘বিলাসী’ গল্পের বিলাসী চরিত্রের সাদৃশ্য তুলে ধরো।
ঘ. “উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটির সার্থকতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ৭: ছোট্ট শিশু আদিব মামা বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরে তার আব্বুকে বলল, ‘শোনো আব্বু, মামার বাড়ির আয়োজনের বিশাল সমারোহ থাকলেও আমার একটা জিনিস ভালো লাগেনি, মামার সকল আপন আত্মীয় স্বজনকে জাজিমে, সোফায় বসতে দিয়েছে, টেবিল চেয়ারে খেতে দিয়েছে, বড়ো বড়ো অফিসারদের সম্মান জানানোর পাশাপাশি তাদের ছেলে মেয়েদের বখশিশও দিয়েছে, কিন্তু সাধারণ মানুষগুলোকে জাজিম তুলে, সোফা সরিয়ে মাটিতে খেতে দিয়েছে। বিষয়টি আমার কাছে দৃষ্টিকটু লেগেছে।’ বাবা উত্তর করলেন, “এসব নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার মামাদের সমাজের নিয়মই ওটা।”

ক. খুড়া কোন বংশের লোক ছিল?
খ. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে মামার বাড়ির আয়োজন ‘বিলাসী’ গল্পের কোন দিকটির সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আদিব ‘বিলাসী’ গল্পের ন্যাড়ার প্রতিনিধিত্ব করে- স্বীকার কর কি?- ‘বিলাসী’ গল্পের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: কতিপয় মানুষ অর্থবিত্ত-প্রতিপত্তি আর ক্ষমতার দাপটে বিদ্যমান সমাজে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে। অসহায় গরিব মানুষ ‘লঘুপাপে গুরুদণ্ড পেয়ে থাকে। কিন্তু দাপুটে মানুষগুলো গুরুপাপ করেও লঘুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যায়। সামান্য একটি মোবাইল চুরির অভিযোগে দিনভর গাছে বেঁধে পিটিয়ে মারে। পুকুর চুরি করেও তারা পার পেয়ে যায় অনায়াসে। এলাকার মানুষ প্রভাবশালীদের সামান্য অনুকম্পা আর ভুরিভোজ পেয়ে কৃতজ্ঞতায় গদগদ হয়ে পড়ে। ওদিকে ছোটো-খাটো ত্রুটি-বিচ্যুতিতে অসহায় মানুষের ওপর খড়গহস্ত হতে সামান্যতম দ্বিধা করে না বিদ্যমান সমাজ।

ক. ‘পারিবারিক প্রবন্ধ’ কে লিখেছেন?
খ. ‘আমি বুঝিলাম, বিষহরির দোহাই বুঝি আর খাটে না।’- কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিষয়- ভাবনার সাথে ‘বিলাসী’ গল্পের সাদৃশ্যপূর্ণ অংশের তুলনামূলক বিশ্লেষণ করো।
ঘ. “উদ্দীপকে বর্ণিত প্রভাবশালীদের আচরণ-প্রকৃতি ‘বিলাসী’ গল্পে বিস্তৃত পরিসরে ফুটে উঠেছে।”- তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯: পরিবার, আত্মীয়, বন্ধু সকলের রক্তচক্ষু উপেক্ষা করে, বাবা-মায়ের বিত্ত-বৈভব ছেড়ে দরিদ্র ঘরের এক বিধবা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে সাকিব। স্ত্রীকে নিয়ে শহরের অন্য প্রান্তে ঘর-ভাড়া করে থাকে সে, সংসার চলে ফ্লেক্সিলোডের ব্যবসা আর স্ত্রীর করা টিউশনিতে। তাদেরকে দেখলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়।

ক. ‘বিলাসী’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
খ. ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম’ ব্যাখ্যা করো।
গ. ‘বিলাসী’ গল্পের সমাজবাস্তবতার সাথে উদ্দীপকের তুলনামূলক আলোচনা করো।
ঘ. “”বিলাসী’ গল্প ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই অসাধারণ প্রেমের ‘মহিমা বর্ণিত হয়েছে।”- উক্তিটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: রাভীন্দ্র ও শিলপাবার জন্ম ও বড়ো হয়ে ওটা গুজরাটের দুটি আলাদা গ্রামে যার একটির সাথে আরেকটির দূরত্ব প্রায় একশ কিলোমিটার। ফেসবুকে তাদের পরিচয় এবং সেখান থেকেই প্রণয়। রাভীন্দ্র পারমার দলিত সম্প্রদায়ের আর যাকে ভালোবাসেন সেই শিলপাবা উপেন্দ্রসিং ভালা’ রাজপুত পরিবারের মেয়ে। রাভীন্দ্রকে বিয়ে করতে তাই শিলপাবাকে বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। কিন্তু হুমকি লেগেই ছিল। বাসা ও শহর বদলাতে হয়েছে বারবার। প্রকৌশলী রাভীন্দ্রকে চাকরি পর্যন্ত ছাড়তে হয়েছিল। এখন তারা দুজনই আইন নিয়ে পড়ছেন।

ক. বিলাসী গল্পে কোন রোগের নাম আছে?
খ. ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম’। ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের রাভীন্দ্র পারমার ও শিলপাবা উপেন্দ্রসিং ভালা প্রেম বিলাসী’ গল্পের কোন অংশের সাথে মিল পাওয়া যায়।বিশ্লেষণ করো।
ঘ. ‘প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও বিলাসী গল্প হিন্দু সমাজের অনুদারতা ও বর্ণপ্রথা বৈষম্যকেই স্মরণ করিয়ে দেয়’।- মন্তব্যটি মূল্যায়ন করো।

এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের বিলাসী গল্পের মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC বাংলা ১ম পত্র বিলাসী সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button