Bangla

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা

এখানে নিচে বাংলা ২য় পত্রের লিখিত অংশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা দেওয়া হলো।

বর্তমান সময়ে একটি গুরুতর সমস্যা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংলাপ রচনা আসে। তাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নিচে দেওয়া হলো।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংলাপ

কালামঃ আরে সালাম, কেমন আছো?

সালামঃ আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো?

কালামঃ আমিও আলহামদুলিল্লাহ, ভালো। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। চলো আমার সঙ্গে একটু মিষ্টির দোকানে যাবে। বাসায় মেহমান এসেছে।

সালামঃ বেশ চলো। ‘এশিয়া-সুইটস’ এ যাবে? সেখানকার মিষ্টি কিন্তু খুব ভালো।

কালামঃ দামটাও ভালো। মার্বেল সাইজের মিষ্টি দশ টাকা করে। আমার দাদাভাই কী বলে জানো, তাদের ছেলেবেলায় নাকি এক টাকায় বিশটা রসগোল্লা পাওয়া যেত। বড় সাইজের। তার ওপর আবার একটা ফাও। সালাম ওফ! সেসব কি সুখের দিনই না তাদের গেছে।

সালামঃ তুমি যা ভাবছো তা ঠিক নয়। তখন লোকের হাতে টাকাও কম ছিল।

কালামঃ কিন্তু এখন লোকের আয় যেমন বেড়েছে জিনিসপত্রের দামও বেড়েছে তার চেয়ে অনেক বেশিগুণ।

সালামঃ শুধু বেড়েছে বলছো কেন? দাম ক্রমাগত বেড়েই চলছে। লাগামহীন পাগলা ঘোড়ার মতো।

কালামঃ হা! হা! হা!

সালামঃ কালাম, তুমি হাসছো কেন? বিষয়টি কি হাসির? তুমি কি ভেবে দেখেছো স্বল্পআয়ের মানুষদের জন্য এটা কত বড় ভোগান্তির বিষয়, কষ্টের বিষয়।

কালামঃ ঠিকই বলেছ। অন্যান্য দেশে শুনেছি জিনিসের দাম সরকার ঠিক করে দেয়। অন্যান্য জিনিসের দাম বাড়লেও খাবার জিনিসের দাম খুব একটা বাড়েনা।

সালামঃ কিছুদিন আগে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঠিক করে বাজারের তালিকা টানিয়ে রাখার নিয়ম করেছিল। কিন্তু সঠিক তদারকির অভাবে সেটাও ভেস্তে গেছে।

কালামঃ আচ্ছা সালাম, জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে কেন বলতো?

সালামঃ প্রথমত, আমাদের দেশে চাহিদার তুলনায় উৎপাদন কম। দ্বিতীয়ত, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা; আর রাস্তায় স্থানে স্থানে চাঁদাও নাকি দিতে হয়। আরেকটি বিষয় আছে, সেটি হলো- জিনিস মজুদ রেখে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে দাম বাড়িয়ে দেওয়া।

কালামঃ তুমি ঠিকই বলেছো। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের দায়-দায়িত্বই তো বেশি। প্রসাসনিকভাবে সরকার আড়তদার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে নিশ্চয় ভালো ফল পাওয়া যাবে।

সালামঃ সবচেয়ে বেশি জরুরি নির্বিঘ্নে পণ্য পরিবহনের ব্যবস্থা করা।

কালামঃ চাহিদা অনুযায়ী উৎপাদনও বাড়াতে হবে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে ১৭ কোটিতে এসে দাঁড়িয়েছে। এই বিশাল জনসংখ্যার রসদ যোগান দেওয়া সহজ কাজ নয়।

সালামঃ বস্তুত, দায়িত্বটা শুধু সরকারের একার নয়, জনগণেরও। বিশেষত, উৎসব-আয়োজনে পরিমিতিবোধের দিকে লক্ষ রাখা প্রয়োজন।

কালামঃ প্রকৃতপক্ষে, আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button