Islam

ইমান কাকে বলে? ইসলামের মূল বিষয় কয়টি ও কী কী

এখানে নিচে ঈমান কী, ঈমান কাকে বলে, ঈমানের দিক কয়টি ও কি কি বা ঈমানের ফরজ কয়টি ও কি কি এখানে বিস্তারিত আলোচনা করা হলো।

ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। এটি আমনুন মূল ধাতু থেকে নির্গত।

ইমান কাকে বলে

ইসলামি পরিভাষায়, শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। প্রকৃতপক্ষে, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ইমান।

ইসলামের মূল বিষয় কয়টি ও কী কী

ইমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ঈমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এ বিষয়গুলোতে বিশ্বাস ব্যতীত কেউই মুমিন বা মুসলিম হতে পারে না। ইসলামের মূল বিষয় হলো সাতটি। এগুলো হলো

১। আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসঃ ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি ব্যতীত কোন ইলাহ বা মাবুদ নেই। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা।

২। ফেরেশতাগণের প্রতি বিশ্বাসঃ ফেরেশতাগণ আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরী। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা অগণিত।

৩। আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাসঃ আসমানী কিতাব সমূহ আল্লাহ তায়ালার বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ-নিষেধ, বিধি-বিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদিও এগুলোর মাধ্যমেই এসেছে।

৪। নবী রাসূলগণের প্রতি বিশ্বাসঃ মানবজাতির হিদায়েতের জন্য আল্লাহতালা যুগে যুগে বহু নবী-রাসূল প্রেরণ করেছেন। নবী-রাসূলগণ ছিলেন আল্লাহর মনোনীত বান্দা। সকল সৃষ্টির মধ্যে তাঁরাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাঁরা ছিলেন নিষ্পাপ। এটি হলো রিসালাত বা নবী রাসূলগণের প্রতি বিশ্বাস।

৫। আখিরাতে বিশ্বাসঃ আখিরাত অর্থ পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের একটি পর্যায়।

৬। তকদিরে বিশ্বাসঃ তকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য না নিয়তি। আল্লাহ তা’আলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালো-মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারে না। বরং মানুষ তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে, অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তা’আলার উপর ভরসা করবে।

৭। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসঃ মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবন শেষ হয়ে যায় না। বরং মানবজীবন দুই ভাগে বিভক্ত। ইহকাল ও পরকাল। দুনিয়ার জীবন হলো ইহকাল আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সে সময় সকল মানুষ হাশরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তায়ালা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button