Islam

কুফর কাকে বলে? কুফরের পরিণতি ও কুফল

এখানে নিচে কুফর কি, কুফর কাকে বলে, কুফরের পরিণতি ও কুফল এবং কুফর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। কুফর ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসের নাম ইমান। আর এসবের প্রতি অবিশ্বাস হলো কুফর।

কুফর কাকে বলে

ইসলামী পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোন একটির প্রতিও অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির

কুফরের পরিণতি ও কুফল

মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। কুফরের পরিণতি ও কুফল নিম্নে উল্লেখ করা হলো-

১। অবাধ্যতা ও অকৃতজ্ঞতা

কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। পৃথিবীর সকল নিয়ামত তারই দান। কাফির ব্যক্তি আল্লাহ তালাকে অবিশ্বাস করে, এসব নিয়ামত অস্বীকার করে। সে আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞ হয়। আল্লাহ তালার বিধি নিষেধ অমান্য করে।

২। পাপাচার বৃদ্ধি

কাফির ব্যক্তি আল্লাহ তাআলা, পরকাল, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এরূপ ধারণাও অস্বীকার করে। সে দুনিয়ার ধন-সম্পদের আরাম-আয়েশের লোভে নানা রকম অন্যায় ও অশ্লীল কাজে জড়িয়ে। পড়ে ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়।

৩। হতাশা সৃষ্টি

স্বভাবগতভাবেই মানুষ ভরসা পছন্দ করে। আশা-ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেনা। কাফির ব্যক্তি আল্লাহ তাআলার তকদিরে অবিশ্বাস করে। ফলে যেকোন বিপদে আপদে সে ধৈর্য্যহারা হয়ে পড়ে। তকদিরে বিশ্বাস না থাকায় যেকোন ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে।

৪। অনৈতিকতার প্রসার

কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করতে পারে।

৫। আল্লাহ তাআলার অসন্তুষ্টি

কুফরির মাধ্যমে আল্লাহ তায়ালার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতার সৃষ্টি হয়। ফলে আল্লাহ তা’আলা তাঁর প্রতি অসন্তুষ্ট হন। আর আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য।

৬। অনন্তকালের শাস্তি

কাফিররা পরকালে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা চিরকাল জাহান্নামে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button