Chemistry

ল্যান্থানাইড সংকোচন কী? ল্যান্থানাইড সংকোচনের কারণ

এখানে নিচে ল্যান্থানাইড সংকোচন কী, ল্যান্থানাইড সংকোচন কাকে বলে, ল্যান্থানাইড সংকোচন এর কারণ সহ ল্যান্থানাইড সংকোচনের বিস্তারিত আলোচনা করা হলো।

পর্যায় সারণির ৭ম পর্যায়ের ও গ্রুপ-3 (3B) এর অন্তর্ভূক্ত ল্যান্থানাম (57La) ও এর পরবর্তী সোরিয়াম 58Ce থেকে লুটেসিয়াম 71Lu পর্যন্ত 14টি মৌলসহ মোট 15টি মৌলকে একত্রে ল্যান্থানাইড সিরিজ বা ল্যান্থানাইড সারির মৌল বা ল্যান্থানয়ডস বলে। এদের ভৌত ও রাসায়নিক ধর্মে খুবই মিল থাকায় এদেরকে পর্যায় সারণিতে একই স্থানে রাখা হয়েছে।

ল্যান্থানাইড সংকোচন কাকে বলে

ল্যান্থানাইড মৌলসমূহের ত্রিধনাত্মক আয়ন (M3+) এর ব্যাসার্ধ La থেকে Lu পর্যন্ত নিয়মিতভাবে হ্রাস পেতে থাকে। একে ল্যান্থানাইড সংকোচন বলে।

ল্যান্থানাইড সংকোচনের কারণ

ল্যান্থানাইড মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস হলো 4f2-14 5s2 5p6 5d0-1 6s2 । পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নতুন ইলেকট্রনটি এদের যোজ্যতা স্তরে প্রবেশ না করে 4f-উপস্তরে প্রবেশ করে। তখন f-অরবিটালের গঠন প্রকৃতি মতে বিস্তৃত এলাকায় ইলেকট্রন মেঘ ছড়িয়ে থাকে। ফলে নিউক্লিয়াসে ক্রম বৃদ্ধি পাওয়া ধনাত্মক চার্জকে সম্পূর্ণভাবে আবৃত করতে না পারায় নিউক্লিয়াসের আকর্ষণ পরবর্তী উপশক্তিস্তরকে আকৃষ্ট করে। ফলে এদের পারমাণবিক ও আয়নিক ব্যাসার্ধ ক্রম হ্রাস ঘটে; যা ল্যান্থানাইড সংকোচন নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button