লোহিত রক্তকণিকা কাকে বলে? লোহিত রক্তকণিকার কাজ
এখানে নিচে লোহিত রক্তকণিকা কাকে বলে এবং লোহিত রক্তকণিকার কাজ কি এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে। এগুলো হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। অন্যান্য কোষের মতো স্ববিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলে এদের কোষ না বলে কণিকা বলা হয়। রক্তের ৪৫% হলো রক্তকণিকা যা রক্তরসের মধ্যে নিমজ্জিত থাকে। রক্তকণিকা তিন ধরণের, যথা- এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেতরক্তকণিকা ও প্লেইটলেট বা থ্রম্বোসাইট বা অণুচক্রিকা।
লোহিত রক্তকণিকা কাকে বলে
মানবদেহের রক্তরসে ভাসমান গোল, দ্বি-অবতল, চাকতির মতো, নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিনযুক্ত, লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। এ ধরণের কণিকার গড় ব্যাস ৭.৩ µm ও গড় স্থুলতা ২.২ µm, এবং কিনারা অপেক্ষা মধ্যভাগ অনেক পাতলা।
লোহিত রক্তকণিকার কাজ
লোহিত রক্তকণিকার কাজগুলো হলো
১। লোহিত কণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ O2 এবং সামান্য পরিমাণ CO2 পরিবহন করে।
২। রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে।
৩। এগুলোর হিমোগ্লোবিন ও অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল-ক্ষারের সাম্য রক্ষা করে।
৪। প্লাজমাঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী।
৫। এসব কণিকা রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে।
আরো দেখুনঃ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে পার্থক্য