লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে পার্থক্য
এখানে নিচে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার মধ্যে পার্থক্য বিস্তারিত দেওয়া হলো।
রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে রক্তকণিকা বলে। এগুলো হিমাটোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। অন্যান্য কোষের মতো স্ববিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলে এদের কোষ না বলে কণিকা বলা হয়। রক্তের ৪৫% হলো রক্তকণিকা যা রক্তরসের মধ্যে নিমজ্জিত থাকে। রক্তকণিকা তিন ধরণের, যথা- এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেতরক্তকণিকা ও প্লেইটলেট বা থ্রম্বোসাইট বা অণুচক্রিকা।
লোহিত রক্তকণিকা
১। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে প্রায় ৫০ লক্ষ লোহিত রক্তকণিকা থাকে।
২। এতে প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও হিমোগ্লোবিন সঞ্চিত হবার পর নিউক্লিয়াস বিনষ্ট হয়ে যায়।
৩। সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন থাকায় এগুলোকে লাল বর্ণের দেখায়।
৪। এদের আয়ুষ্কাল ১২০ দিন।
৫। এদের আকৃতি দ্বি-অবতল, চাকতির মতো।
৬। এদের প্রধান কাজ O2 পরিবহন করা।
শ্বেত রক্তকণিকা
১। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে ৫-৮ হাজার শ্বেত রক্তকণিকা থাকে।
২। এতে সবসময় নিউক্লিয়াস থাকে।
৩। সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন না থাকায় এগুলো বর্ণহীন।
৪। এদের আয়ুষ্কাল ২-১৫ দিন।
৫। এদের আকৃতি গোলাকার বা অনিয়ত।
৬। এদের প্রধান কাজ রোগ প্রতিরোধ করা।
অণুচক্রিকা
১। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে ১.৫ লক্ষ থেকে ৩ লক্ষ অণুচক্রিকা থাকে।
২। এতে কোনো সময়ই নিউক্লিয়াস থাকে না।
৩। এরা বর্ণহীন
৪। এদের আয়ুষ্কাল ৮-১২ দিন।
৫। এদের আকৃতি অনিয়ত।
৬। এদের প্রধান কাজ রক্ত তঞ্চন করা।
আরো দেখুনঃ রক্ত ও সংবহন সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে পার্থক্য
বোঝার সুবিধার্থে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে পার্থক্য নিচে ছক আকারে দেওয়া হলো।
লোহিত রক্তকণিকা | শ্বেত রক্তকণিকা | অণুচক্রিকা |
---|---|---|
প্রতি কিউবিক মিলিমিটারে ৫০ লক্ষ থাকে | প্রতি কিউবিক মিলিমিটারে ৫-৮ হাজার থাকে | প্রতি কিউবিক মিলিমিটারে ১.৫-৩ লক্ষ থাকে |
নিউক্লিয়াস হিমোগ্লোবিন সঞ্চিত হলে বিলুপ্ত হয় | সবসময় নিউক্লিয়াস থাকে | নিউক্লিয়াস থাকে না |
লাল বর্ণের (সাইটোপ্লাজমে হিমোগ্লোবিনের কারণে) | বর্ণহীন (সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন নেই) | বর্ণহীন |
আয়ুষ্কাল ১২০ দিন | আয়ুষ্কাল ২-১৫ দিন | আয়ুষ্কাল ৮-১২ দিন |
দ্বি-অবতল চাকতির মতো | গোলাকার বা অনিয়ত আকৃতি | অনিয়ত আকৃতি |
O₂ পরিবহন করে | রোগ প্রতিরোধ করে | রক্ত তঞ্চন করে |