Bangla

মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা

এখানে নিচে বাংলা ২য় পত্রের লিখিত অংশের মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা দেওয়া হলো।

বাংলা ২য় পত্র বা বাংলা ব্যাকরণের লিখিত অংশের গুরুত্বপূর্ণ টপিক হলো সংলাপ রচনা। বর্তমান সময়ে একটি বহুল আলোচিত বিষয় হলো মেট্রোরেল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সংলাপ রচনা আসে। তাই, দুই বন্ধুর মধ্যে মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সংলাপ নিচে দেওয়া হলো।

মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সংলাপ

নাবিলঃ কেমন আছ নাফিস?

নাফিসঃ ভালো আছি নাবিল। তুমি কোথাও কোথাও গিয়েছিলে মনে হচ্ছে।

নাবিলঃ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আজকে মেট্রোরেলে ভ্রমণ করতে গিয়েছিলাম।

নাফিসঃ বাহ, এটা তো অনেক আনন্দের কথা। মেট্রোরেল ভ্রমন করে তোমার অনুভূতি কেমন?

নাবিলঃ মেট্রোরেল ভ্রমণের অনুভূতি এক কথায় বলতে গেলে অসাধারণ। আমি যাত্রার পুরোটা সময় অনেক উত্তেজনা অনুভব করেছি।

নাফিসঃ তোমার তাহলে অনেক ভালো লেগেছে। অবশ্য তোমার চেহারাতে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তোমাকে অনেক খুশি খুশি লাগছে।

নাবিলঃ হ্যাঁ, এতদিন শুধু মেট্রোরেলের কথা শুনে এসেছি। আজকে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করে সত্যিই অনেক ভালো লাগছে।

নাফিসঃ আমারও মেট্রোরেলে ভ্রমণ করার ইচ্ছা আছে। মেট্রোরেল ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। এর ফলে আমাদের অর্থ, সময়, শ্রম সবকিছু সাশ্রয় হচ্ছে এখন।

নাবিলঃ তুমি ঠিকই বলেছো। মেট্রোরেল অনেক দ্রুতগামী পরিবহণ। এটি নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপনিয়ন্ত্রিত, সময়সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব অত্যাধুনিক গণপরিবহনব্যবস্থা।

নাফিসঃ হ্যাঁ। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ।

নাবিলঃ তোমাকেও ধন্যবাদ। আবার দেখা হবে।

নাফিসঃ আচ্ছা। আবার দেখা হবে।

Digital Porasona Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button