অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য
এখানে নিচে অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের বিস্তারিত দেওয়া হলো।
যে তরঙ্গে মাধ্যমের কথাগুলো তরঙ্গ প্রবাহের দিকে স্পন্দিত হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ বা লম্বিক তরঙ্গ বলে। আবার যে তরঙ্গে মাধ্যমের কণাওগুলো তরঙ্গ প্রবাহের দিকের সাথে লম্বভাবে স্পন্দিত হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বা আড় তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্যগুলো নিচে দেওয়া হলো।
অনুদৈর্ঘ্য তরঙ্গ
১। যে তরঙ্গে মাধ্যমের কথাগুলো তরঙ্গ প্রবাহের দিকে স্পন্দিত হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ বা লম্বিক তরঙ্গ বলে। যেমনঃ লম্বা একটি স্প্রিং এর একপ্রান্তে আঘাত করায় উৎপন্ন তরঙ্গ, শব্দ ইত্যাদি।
২। সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়।
৩। একটি সংকোচন ও প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ গঠিত।
৪। এটি সমবর্তিত হয় না।
৫। অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পূর্ণরূপে যান্ত্রিক তরঙ্গ।
অনুপ্রস্থ তরঙ্গ
১। যে তরঙ্গে মাধ্যমের কণাওগুলো তরঙ্গ প্রবাহের দিকের সাথে লম্বভাবে স্পন্দিত হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বা আড় তরঙ্গ বলে। যেমনঃ পানিতে সৃষ্ট তরঙ্গ, বেহালার তারে সৃষ্ট তরঙ্গ, আলো ইত্যাদি।
২। মাধ্যমে তরঙ্গচূড়া এবং তরঙ্গখাঁজ উৎপন্ন করে সঞ্চালিত হয়।
৩। একটি তরঙ্গচূড়া ও তরঙ্গখাঁজ নিয়ে তরঙ্গ দৈর্ঘ গঠিত।
৪। এটি সমবর্তিত হয়।
৫। আড় তরঙ্গ যান্ত্রিক না-ও হতে পারে।
অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য
অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য নিচে ছক আকারে দেওয়া হলো।
পার্থক্যের বিষয় | অনুদৈর্ঘ্য তরঙ্গ | অনুপ্রস্থ তরঙ্গ |
---|---|---|
১। সংজ্ঞা | যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহের দিকে স্পন্দিত হয়। | যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহের দিকে লম্বভাবে স্পন্দিত হয়। |
২। সঞ্চালনের ধরণ | সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়। | তরঙ্গচূড়া ও তরঙ্গখাঁজ উৎপন্ন করে তরঙ্গ সঞ্চালিত হয়। |
৩। তরঙ্গ দৈর্ঘ্য | একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ গঠিত। | একটি তরঙ্গচূড়া ও একটি তরঙ্গখাঁজ নিয়ে তরঙ্গ দৈর্ঘ গঠিত। |
৪। সমবর্তন | এটি সমবর্তিত হয় না। | এটি সমবর্তিত হয়। |
৫। ধরণ | সম্পূর্ণরূপে যান্ত্রিক তরঙ্গ। | যান্ত্রিক না-ও হতে পারে। |
৬। উদাহরণ | শব্দ তরঙ্গ, স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ। | পানিতে সৃষ্ট তরঙ্গ, বেহালার তারে সৃষ্ট তরঙ্গ, আলো। |