অর্থনৈতিক রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
উচ্চমাধ্যমিক রসায়ন ২য় পত্রের ৫ম অধ্যায় অর্থনৈতিক রসায়ন সৃজনশীল প্রশ্ন এবং উত্তর বা অর্থনৈতিক রসায়ন সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।
উচ্চ মাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের নাম অর্থনৈতিক রসায়ন। HSC – রসায়ন ২য় পত্র: ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF নিচে দেওয়া হলো।
HSC রসায়ন ২য় পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে রসায়ন অনন্য ভূমিকা পালন করে। আমাদের পৃথিবী প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভান্ডার। এ সকল প্রাকৃতিক সম্পদকে মানব কল্যাণে ব্যবহার উপযোগী করার মহান ব্রত নিয়ে রসায়নের যাত্রা শুরু। কাঁচামালের সহজলভ্যতা, প্রয়োজনীয় প্রযুক্তি ও সঠিকভাবে উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিল্পায়নের বিকাশ ঘটে। উল্লিখিত শর্তসমূহ পূরণ হওয়া সাপেক্ষে বাংলাদেশে আরো অধিক সংখ্যক রাসায়নিক শিল্পের শিল্প ইউনিট গড়ে উঠা সম্ভব। এ অধ্যায়ে আমাদের দেশে বিদ্যমান জ্বালানি সম্পদ ভিত্তিক শিল্পায়নের সম্ভাবনা, রাসায়নিক শিল্পের পরিচয়, কতিপয় শিল্প পণ্য উৎপাদনের মূলনীতি ও কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। HSC রসায়ন ২য় পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হলো।
অর্থনৈতিক রসায়ন সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১: ইউরিয়া একটি নাইট্রোজেন ঘটিত সার। পৃথিবীতে সার হিসেবে এর ব্যবহার ৩য় স্থানে।
ক. ব্যাপন কী?
খ. H2O একটি উভধর্মী পদার্থ- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত সারটি প্রাকৃতিক গ্যাস থেকে তৈরির মূলনীতি লেখো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সারটির উৎপাদন শিল্প হতে সৃষ্ট ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২: A = শিল্পের জ্বালানি → কয়লা
B = শিল্পের উৎস → Na2SiO3, CaSiO3
C = শিল্পের উৎস → নরম কাঠ
ক. BOD কী?
খ. ফুয়েল সেল পরিবেশবান্ধব-ব্যাখ্যা করো।
গ. ‘B’ এর শিল্পোৎপাদনের মূলনীতি বর্ণনা করো।
ঘ. বায়ু দূষণে A ও C শিল্পের মধ্যে কোনটির ভূমিকা অধিক? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩: টেক্সটাইল শিল্প → (বর্জ্য পানি) → নদী
ক. COD কী?
খ. অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের শিল্পটি কীভাবে পরিবেশকে দূষিত করে? আলোচনা ক্লরো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শিল্প কর্তৃক পরিবেশ দূষণ কীভাবে রোধ করা যায়? আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৪: X → লিখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয়
Y → বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়
ক. রেফারেন্স তড়িৎদ্বার কী?
খ. পানির অস্থায়ী খরতা কীভাবে দূর করা যায়?
গ. X-এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. Y-তৈরির সময় নির্গত দূষকসমূহ মানব জীবনের জন্য হুমকিস্বরূপ- ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫: টেক্সটাইল শিল্প → (দূষিত গ্যাস) → বায়ু
ক. পরম শূন্য তাপমাত্রা কী?
খ. C2H3 জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের শিল্পটি কীভাবে বায়ুকে দূষিত করে? ব্যাখ্যা করো।
ঘ. কীভাবে উল্লিখিত শিল্প কর্তৃক বায়ু দূষণ রোধ করা যায়? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬: বাংলাদেশের রিরোলিং মিলসমূহ বিভিন্ন অবকাঠামোতে ব্যবহার উপযোগী ধাতব সামগ্রী প্রস্তুত করে। মিলসমূহ পুরানো অকেজো জাহাজের ভাঙ্গা অংশ এবং হকারদের মাধ্যমে সংগৃহীত ব্যবহার অনুপযোগী ধাতব দ্রব্যাদি কাঁচামাল হিসেবে ব্যবহার করে। ফলে লোহার খনি না থাকা সত্ত্বেও বাংলাদেশে ধাতুটি প্রচুর পরিমাণে পাওয়া যায়।
ক. ন্যানো কণা কী?
খ. লেড ধাতু কীভাবে হিমোগ্লোবিন বিনষ্ট করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ধাতুটির রিসাইক্লিং পদ্ধতি বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের প্রেক্ষিতে উদ্দীপক ধাতুটির রিসাইক্লিং জরুরী- মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৭: (i) CH4; (ii) CFC; (iii) CO2; (iv) NH3
ক. নির্দেশক কাকে বলে?
খ. বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন?
গ. উদ্দীপকের কোন কোন যৌগ ব্যবহার করে ইউরিয়া উৎপাদন করা যায়? সমীকরণসহ লেখো।
ঘ. ওজোনস্তরের সাথে উদ্দীপকের কোন যৌগটির বিক্রিয়া পরিবেশের জন্য ক্ষতিকর?- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮: A = গ্রিন হাউজ গ্যাসসমূহ
B = কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ক. c. m.f এর সংজ্ঞা দাও।
খ. জৈব যৌগে কার্বক্সিলিকমূলক কীভাবে সনাক্ত করবে?
গ. উদ্দীপক ‘B’ হতে নির্গত অম্লীয় দূষক গ্যাসসমূহ নিয়ন্ত্রণের মূলনীতি লেখো।
ঘ. ‘A’ উদ্দীপকের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোনস্তরের জন্য ক্ষতিকর। যথাযথ সমীকরণসহ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৯: কাগজের অবশেষ → ব্লেচিং → মণ্ড → কাগজ (নিউজপ্রিন্ট)
ক. লুকাস বিকারক কী?
খ. ফেনলের অম্লধর্মীতা ব্যাখ্যা করো।
গ. A উৎপাদনের মূলনীতি বর্ণনা করো।
ঘ. A এর উপাদনের রিসাইক্লিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কি না ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ১০: X → লিখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয়।
Y → বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়।
ক. আয়োডোমিতি কী?
খ. মৃদু এসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে ফেনলথ্যালিন কে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয় কেন?।
গ. X এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. Y তৈরিতে সময় নির্গত দূষকসমূহ মানব জীবনের জন্য হুমকীস্বরূপ বিশ্লেষণ কর।
আরো দেখুনঃ তড়িৎ রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর
এখানে উচ্চ মাধ্যমিক রসায়ন ২য় পত্র, ৫ম অধ্যায় অর্থনৈতিক রসায়ন থেকে ১০ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। চাইলে নিচে থেকে এগুলোর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।