Chemistry

পরিবেশ রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

উচ্চমাধ্যমিক রসায়ন ২য় পত্রের ১ম অধ্যায় পরিবেশ রসায়ন সৃজনশীল প্রশ্ন এবং উত্তর বা পরিবেশ রসায়ন সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

উচ্চ মাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম পরিবেশ রসায়ন। HSC – রসায়ন ২য় পত্র: ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF নিচে দেওয়া হলো।

HSC রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

জীব জগতের সঙ্গে পরিবেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট। এ কারণে দূষণ মুক্ত পরিবেশে জীব জগত সুস্থ থাকে এবং পরিবেশে দুষন ঘটলে জীব জগতের মারাত্মক ক্ষতি হয়। মানুষ ও অন্যান্য জীব তার চার পাশে যা কিছু নিয়ে বাস করে তাকে পরিবেশ বলে। পরিবেশ রসায়ন বলতে পরিবেশে সংঘটিত সকল রাসায়নিক ঘটনা সম্বলিত বিজ্ঞানকে বুঝায়। এটি একটি বহু শাখায়িত বিজ্ঞান যার মধ্যে রসায়ন, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, উদ্ভিদবিদ্যা প্রভৃতি রয়েছে।

ব্যাপক অর্থে পরিবেশ রসায়ন বলতে রসায়নের সেই শাখাকে বুঝায় যেখানে মাটি, পানি ও বাতাসে সংঘটিত যাবতীয় রাসায়নিক ঘটনাবলি, তার উৎস, যোগযোগ তার প্রক্রিয়া, কৌশল, মানুষসহ অন্যান্য জৈব উপাদানের উপর তার প্রভাব ও ফলাফল নিয়ে আলোচনা করে, অধ্যয়ন করে এবং গবেষণা করে। এখানে HSC রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

পরিবেশ রসায়ন সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: A গ্যাস = 27°C, 760 mm(Hg), 500mL,  0.450g এবং B গ্যাস =  27°C, 780 mm(Hg্‌ 400mL, 0.350g দুইটি আলাদা পাত্রে আবদ্ধ। পাত্র দুটি একটি টিউব দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। টিউবের মাঝখানে একটি স্টপকক রয়েছে।

ক. ইলেকট্রোফাইল কী?
খ. Ag এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 g C¹ বলতে কী বোঝ?
গ. স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে গ্যাসদ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২: নিচের চিত্রানুসারে প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. দর্শক আয়ন কী?
খ. পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ- ব্যাখ্যা করো।
গ. 0°C তাপমাত্রায় 8.0g ‘M’ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের ‘A’ গ্যাসটি কোন শর্তে ‘M’ গ্যাসের অনুরূপ আচরণ করবে তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩: উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. মুক্তমূলক কী?
খ. সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. গ্যাসের সূত্রসমূহ ব্যবহার করে A-গ্যাসের জন্য প্রযোজ্য সমীকরণটি প্রতিপাদন করো।
ঘ. B-গ্যাসের জন্য রেখাটি A-গ্যাসের মত না হওয়ার কারণ ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৪: উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. ফ্যারাডের প্রথম সূত্রটি লেখো।
খ. ব্রনস্টেড-লাউরীর মতবাদ অনুসারে উদাহরণসহ অম্ল ও ক্ষারের সংজ্ঞা দাও।
গ. A ও B এর কোন গ্যাসটি, ৩নং পাত্রে আগে ব্যাপিত হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
ঘ. A ও B গ্যাসকে পাত্র-৩ এ মিশ্রিত করলে মোট চাপ কত হবে তা হিসেব করো।

সৃজনশীল প্রশ্ন ৫: উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. মোলার দ্রবণ কী?
খ. Fe² জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে কেন?
গ. উদ্দীপকের নলের অভ্যন্তরে A ও B গ্যাস কত দূরত্বে মিলিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে? গাণিতিক ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের A ও B যৌগের প্রকৃতি ব্রনস্টেড-লাউরীর মতামতের আলোকে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৬: উদ্দীপকটি পড় এবং সেই অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

B-গ্যাস চুনাপাথরের বিয়োজনে পাওয়া যায়।

ক. জারণ সংখ্যা কী?
খ. সি. জি. এস এককে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করো।
গ. 27°C তাপমাত্রায় ৪ গ্যাসটির 10g এর গতিশক্তি জুল এককে নির্ণয় করো।
ঘ. কী শর্ত প্রয়োগ করলে A ও B গ্যাস D গ্যাসের ন্যায় আচরণ করবে? ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৭: উদ্দীপকটি পড় এবং সেই অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. পিপিএম কাকে বলে?
খ. ইথানল ও প্রোপানল পরস্পর সমগোত্রক- ব্যাখ্যা করো।
গ. প্রদত্ত তাপমাত্রায় স্টপকক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের কোন গ্যাসে অণুর সংখ্যা বেশি আছে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. কার্যকরী মূলক কী?
খ. মোলারিটি তাপমাত্রা নির্ভরশীল- ব্যাখ্যা করো।
গ. 25°C তাপমাত্রায় ‘Y’ গ্যাসের একটি অণুর গতিশক্তি গণনা করো।
ঘ. উদ্দীপকের ‘Y’ গ্যাসটি কোন অবস্থায় ‘X’ গ্যাসের ন্যায় আচরণ করবে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯: উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

একটি গ্যাসের 0°C তাপমাত্রায় বিভিন্ন অবস্থার চাপ ও আয়তন
চাপ (atm) 0.35 0.50 0.65 0.85
আয়তন (L) 3.80 2.66 2.05 1.56

ক. মুক্ত মূলক কী?
খ. HNO3 অপেক্ষা H3PO4 দুর্বল এসিড কেন?
গ. উদ্দীপকের গ্যাসটির মোল সংখ্যা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত গ্যাসটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করবে? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. টাইট্রেশন কী?
খ. -OH মূলক অর্থো-প্যারা নির্দেশ কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত স্টপকক খোলা অবস্থায় 40°C তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘A’ ও ‘B’ গ্যাসের মধ্যে কোনটি আদর্শ গ্যাস আচরণ হতে বিচ্যুতি বেশি দেখাবে? বিশ্লেষণ করো।

আরো দেখুনঃ অর্থনৈতিক রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে উচ্চ মাধ্যমিক রসায়ন ২য় পত্র, ১ম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে ১০ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। চাইলে নিচে থেকে এগুলোর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত পরিবেশ রসায়ন সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে রসায়ন ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button