Physics

পর্যায়বৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় পর্যায়বৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর বা পর্যায়বৃত্ত গতি সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

উচ্চ মাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের নাম পর্যায়বৃত্ত গতি। HSC – পদার্থবিজ্ঞান ১ম পত্র: ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF নিচে দেওয়া হলো।

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পর্যায়বৃত্ত গতি হলো একধরনের গতি যেটা নির্দিষ্ট সময় অন্তর নিজ অক্ষে ফিরে আসে। বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক বা আরো জটিল হতে পারে। আমাদের হৃৎপিন্ডের স্পন্দন পর্যাবৃত্ত গতির খুবই চমকপ্রদ উদাহরণ কারণ সেটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল হয়। ঘড়ির কাটা, বৈদ্যুতিক পাখা, সাইকেলের চাকা ইত্যাদির গতিও পর্যাবৃত্ত গতির উদাহরণ।  HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হলো।

পর্যায়বৃত্ত গতি সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। শামীম দোলকটি উপগ্রহে নিয়ে গেল, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.25 গুণ এবং ভর পৃথিবীর ভরের 0.02 গুণ। পৃথিবীর ভর 5.99 x 1024 kg |

ক. সেকেন্ড দোলক কী?
খ. শীতকালে দোলক ঘড়ি দ্রুত না ধীরে চলে- ব্যাখ্যা করো।
গ. উপগ্রহটির পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো।
ঘ. ‘দোলকটি উপগ্রহের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ধীরে চলে’- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির যথার্থতা যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ২: দুইটি সেকেন্ড দোলকের ববের ভর যথাক্রমে 80 gm ও 110 gm | রায়হান ও পাভেল পৃথকভাবে দোলক দুটিকে 12 cm বিস্তারে দুলতে দিল। রায়হান মন্তব্য করলো তার দোলকটি বেশি শক্তি অর্জন করবে।

ক. সেকেন্ড দোলক কী?
খ. সীসার আয়তন গুনাঙ্ক 1.6 × 1010 Nm-2 বলতে কী বুঝো?
গ. সাম্যাবস্থান হতে 10 cm দূরে পাভেলের দোলকটির বেগ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে রায়হানের মন্তব্যের সঠিকতা যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ৩: ভূ-পৃষ্ঠে একটি সেকেন্ড- দোলক সঠিক সময় দেয়। এটিকে একটি খনিগর্ভে নিয়ে গেলে দৈনিক 20 sec ধীরে চলে। কিন্তু একটি পাহাড়ের. শীর্ষে নিয়ে গেলে দৈনিক 1 মিনিট (এক মিনিট) ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km |

ক. স্প্রিং ধ্রুবক কাকে বলে?
খ. কম্পনশীল সুরশলাকার বাহুর স্পন্দন একটি সরল ছন্দিত স্পন্দন- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো।
ঘ. খনির গভীরতা ও পাহাড়ের উচ্চতা গাণিতিকভাবে তুলনা করো।

সৃজনশীল প্রশ্ন ৪: নাফিস পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে 550 gm ভরের’ একটি বস্তুকে একটি ঝুলন্ত সুতার একপ্রান্তে বেঁধে দোল দিয়ে দেখলো যে, এটি 5 সেকেন্ডে 3 বার স্পন্দিত হচ্ছে। দোলনের কোনো এক সময় বস্তুটির সরণ 6 cm এবং দোলনের বিস্তার 11 cm।

ক. পর্যাবৃত্ত গতি কী?
খ. পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে সমদ্রুতিতে আবর্তনরত হলেও সূর্যের চারপাশে নয়- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সরণকালে বস্তুটির বেগ নির্ণয় করো।
ঘ. উল্লিখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কম কিনা- গাণিতিকভাবে যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ৫: একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটিকে একবার ভূ-পৃষ্ঠ হতে 100 km গভীরে একটি বিন্দু A-তে নেওয়া হলো, আবার ভূ-পৃষ্ঠ হতে 100 km উপরে একটি বিন্দু B-তে নেওয়া হলো। দোলনকাল পর্যবেক্ষণ করে দেখা গেলো উভয় স্থানেই দোলক ঘড়িটি ধীরে চলে। [পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m; ভূ-পৃষ্ঠে g = 9.8 ms-2]

ক. কৌণিক কম্পাঙ্ক কাকে বলে?
খ. একটি ফাঁপা গোলক পিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে এর পর্যায়কালের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের দোলকটির সুতার দৈর্ঘ্য 99 cm হলে এর ববের ব্যাসার্ধ কত?
ঘ. A ও B বিন্দুদ্বয়ের মধ্যে কোন বিন্দুতে দোলক ঘড়িটি অধিকতর ধীরে চলবে? তা দোলনকাল নির্ণয়পূর্বক মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৬: একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় নিয়ে যাওয়া হলে দিনে 50 sec সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km, অভিকর্ষজ -2 ত্বরণ 9.8 ms-2.

ক. পর্যায়কাল কাকে বলে?
খ. একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 2.5 Nm-1 বল্লতে কী বোঝায়?
গ. উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো।
ঘ. কী কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে? গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।

সৃজনশীল প্রশ্ন ৭: পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 cm এবং ববের ব্যাস 0.6 cm। দোলকটিকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ।

ক. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
খ. ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো।
গ. পৃথিবী পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে দোলকটির কম্পাঙ্কের শতকরা পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: পৃথিবীর পৃষ্ঠে একটি সরলদোলকের সুতার দৈর্ঘ্য 80 cm এব ববের ব্যাস 4 cm। সরলদোলকটি 100 m বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 106 m এবং g = 9.8 ms-2|

ক. সরলদোলক কাকে বলে?
খ. গিটারের তারের গতি পর্যায়বৃত্ত গতি- ব্যাখ্যা করো।
গ. পৃথিবীর পৃষ্ঠে সরলদোলকের সর্বোচ্চ বেগ নির্ণয় করো।
ঘ. সরলদোলকটিকে 10 km উচ্চতার পাহাড়ের চূড়ায় নিলে দোলনকালে কী পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৯: একটি স্প্রিংকে (ভর উপক্ষেণীয়) উলম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 300 gm ভরের একটি বস্তুকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি 4 cm প্রসারিত হয় এবং বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে 8 cm বিস্তারে এটি স্পন্দিত হয়। [g = 9.8 ms-2]

ক. পর্যাবৃত্ত গতি কাকে বলে?
খ. কক্ষপথে পৃথিবীর গতি সরলদোলন গতি- ব্যাখ্যা করো।
গ. বস্তুটির ত্বরণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের বস্তুটির ভর 500 gm হলে স্প্রিংটির কম্পাঙ্কের পরিবর্তন গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ১০: একটি দোলক ঘড়ি পর্বতের পাদদেশে সঠিক সময় দেয় কিন্তু দোলকটি পর্বতের চূড়ায় উঠালে দুই ঘণ্টায় ৪ সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাস 12800 km.

ক. সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে?
খ. চার্লসের সূত্রের আলোকে পরমশূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো।
ঘ. পর্বতের চূড়ায় সঠিক সময় পেতে হলে দোলক ঘড়িটির কার্যকরী দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করতে হবে? গাণিতিকভাবে দেখাও।

আরো দেখুনঃ ভৌত জগৎ ও পরিমাপ সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ১ম পত্রের পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। চাইলে নিচে থেকে এগুলোর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button