প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ
এখানে নিচে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এর বিস্তারিত আলোচনা করা হলো
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং এগুলো বায়ুতে থাকা CO2, O2 ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না। এদেরকে রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় এবং এরা পানিত্যাগী, পানিগ্রাহী ও পানিগ্রাসী নয়।
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে
যেসব কঠিন রাসায়নিক পদার্থকে (i) বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়; (ii) এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা O2 সহ বিক্রিয়া করে না; (iii) এদের ওজন নেয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না এবং (iv) এদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরির্তিত থাকে; এদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে।
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ
প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ গুলো হলো।
১। অনার্দ্র সোডিয়াম কার্বনেট (Na2CO3) ক্ষার,
২। কেলাসিত ইথেন ডাইওয়িক এসিড বা অক্সালিক এসিড (H2C2O4.2H2O),
৩। পটাসিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7) জারক পদার্থ,
৪। কেলাসিত সোডিয়াম ইথেন ডাইওয়েট বা অক্সালেট (Na2C2O4.2H2O) বিজারক পদার্থ ইত্যাদি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।
আরো দেখুনঃ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ