রেইনকোট গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
HSC বাংলা প্রথম পত্রের আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে প্রকাশ করা হলো।
এইচএসসি বা উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের একটি গল্পের নাম রেইনকোট। রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা একটি ছোটগল্প। রেইনকোট গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো।
রেইনকোট গল্পের সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১: ১০ মার্চ, ১৯৭১। রাস্তায় রাস্তায় পাকিস্তানি মিলিটারি। গুয়াতলী গ্রামের হিন্দু ‘জনগোষ্ঠী ভয়ে ভারতে পাড়ি জমায়। শুধু ভিটে আঁকড়ে পড়ে থাকে কেষ্টবাবু। পাশের গ্রামে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। স্থানীয় রাজাকার কাশেম মোড়ল কেষ্টবাবুকে সন্দেহের চোখে দেখে। সে মনে করে কেষ্টবাবু মুক্তিবাহিনীর লোক। এক বৃষ্টিমুখর দিনে গুয়াতলী গ্রামে মিলিটারি প্রবেশ করে এবং কাশেম মোড়লের ইশারায় হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে জীবন্ত পুঁতে রেখে চলে যায়।
ক. ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
খ. “রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কেষ্টবাবু ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? বুঝিয়ে দাও।
ঘ. “উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের একটি খণ্ডচিত্র মাত্র।”- উক্তিটির সত্যতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ২: চার দিন ধরে বৃষ্টি। শনিবার রাতে কি মুষলধারেই যে হলো, রোববার তো দিনভর একটানা। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারা দিন আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই। ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরের জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এত দিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এ রকম সময় করিম এসে ঢুকল ঘরে। সামনে সোফায় বসে বলল, ফুফুজান এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। আপনারা কোথাও যাবেন না? আরও একটা কথা শুনেছেন ফুফুজান? নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে। পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ।
ক. ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
খ. “টুপির তেজ কী পানিতেও লাগল নাকি?” ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথমাংশে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের করিমের বক্তব্য ও ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপট অভিন্ন।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩: মাস তিনেক পর শহরে গেরিলা অপারেশন করতে এসে রাজাকারের হাতে ধরা পড়ে মিনহাজউদ্দিন। ওকে ক্যাম্পে এনে বকুলগাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় উলঙ্গ। শাস্তি সকালে দশ বেত, বিকেলে দশ বেত। এমন দৃশ্য রহমত আলীর জীবনের শ্রেষ্ঠ আনন্দ। শুধু জানালায় বসে থাকলে এ দৃশ্য পুরোপুরি উপভোগ করা যায় না। বেত মারার আগেই বকুলতলায় এসে দাঁড়ায়। দু’কান ভরে মিনহাজউদ্দিনের গোঙ্গানি শোনে। বেইমানের এমন চরম শাস্তিই তো পাওয়া উচিত। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য ভীতু লোকটা সাহসী হয়ে গিয়েছিল। পালিয়েছিল বাড়ি থেকে।
ক. ‘রেইনকোট’ গল্পের উর্দুর প্রফেসরের নাম কী?
খ. ‘রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন”- বাক্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
গ. “উদ্দীপকে বর্ণিত নির্যাতনের চিত্র ‘রেইনকোট’ গল্পের মিলিটারির বর্বরোচিত আচরণের সঙ্গে সাদৃশ্যযুক্ত।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
ঘ. ‘রেইনকোট’ গল্পে মুক্তিযোদ্ধাদের যে গেরিলা আক্রমণের সার্থক চিত্র পাই- তা উদ্দীপকে নেই।”-মন্তব্যটির সাথে তুমি কি একমত? যুক্তি দিয়ে বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৪: মহাকাব্য ‘রামায়ণ’-এ বর্ণিত হয়েছে-রাবণ যখন রাম-লক্ষ্মণের আক্রমণ থেকে লংকা রাজ্য রক্ষায় সবংশে প্রাণপাত করে চলেছেন, তখন তাঁরই ‘সহোদর বিভীষণ রামের পক্ষ অবলম্বন করে দেশের গোপন খবর ও নগরে প্রবেশের গোপন পথের সন্ধান রামকে জানিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত রামের নিকট রাবণ পরাজিত হয়।
ক. “রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল—-“। শূন্যস্থানে কী হবে?
খ. “সত্যি বলেছে? আমার নাম বলেছে?”-নুরুল হুদার এ উত্তেজনার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিভীষণ ও ‘রেইনকোট’ গল্পের প্রিনসিপ্যালের মধ্যে মিল আছে কি? বুঝিয়ে দাও।
ঘ. “পরিণতি বিচারে উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে’ পার্থক্য বিদ্যমান”।- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫: ‘কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি-আক্রমণ করে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক’ অবস্থার মধ্যে পড়তে হয়। হাট-বাজারের লোকজন, মিল-ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উচিয়ে জিজ্ঞাসাবাদ করছে, ‘মুক্তি কিধার হ্যায় বোলো।’ এক উত্তর, ওরা জানে না।”
ক. ‘রেইনকোট’ গল্পের পিয়নের নাম কী?
খ. “এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।”-কথাটি বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকের ঘটনা ‘রেইনকোট’ গল্পের সাথে কি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের খন্ডাংশ মাত্র।”-এ মন্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬: দেশমাতৃকার মুক্তির শপথ নিয়ে মুক্তি বাহিনীতে যোগ দেয় হুমায়ুন সাহেবের পাঁচ ছেলে। রাজাকারের মাধ্যমে এই খবর জানতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী হুমায়ুন সাহেবের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। অবশেষে ক্যাম্পে ধরেও নিয়ে যায় তাঁকে, বারবার জানতে চায় তাঁর ছেলেদের ঠিকানা। হুমায়ুন সাহেব চুপ করে থাকলে তাঁর পিঠের ওপর প্রচন্ড জোরে চাবুকের আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি।. রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয় তাঁর শরীর। তবু তিনি মুক্তিবাহিনীর কোনো খবর দেন না হানাদার বাহিনীকে।
ক. নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?
খ. “ভালোই হলো। তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। পায়েও বৃষ্টি লাগবেনা।”-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের হুমায়ুন সাহেবের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? আলোচনা করো।
ঘ. “দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য।” -মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭: মমতাজ উদ্দীন আহমদ রচিত নাটক ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’। এ নাটকের উজ্জ্বল চরিত্র দারোগা নুর মোহাম্মদ। অর্থ পুরস্কারের লোভে তিনি আকৃষ্টি হননি। তাইতো ব্রিটিশ সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত আসামি স্বদেশি আন্দোলনের নেতাকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছেন। এভাবেই দেশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া বিপ্লবী চেতনার সাথে একাত্ম হয়ে গেছেন তিনি।
ক. “আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে”-উক্তিটি কার?
খ. উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদের সাথে ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা চরিত্রের কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে? বুঝিয়ে দাও।
ঘ. ‘প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের মূল লক্ষ্য একই।”- মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৮: কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরের বাজারে। নদীর এপারে-ওপারে বেশ কিছু বড়ো বড়ো কলকারখানা। এগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজারসংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। কোনো কোনো রাতে গুলিবিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না।
ক. ‘বর্ষাকালেই তো জুৎ’- কথাটি কে বলেছিল?
খ. “রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটির শেষাংশের বক্তব্য ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।”- তোমার মতামতসহ আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৯: কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট-বাজারের লোকজন, মিল-ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুলমাস্টার, ছাত্র- সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উচিয়ে জিজ্ঞাসা করছে, “মুক্তি কিধার হ্যায় বোলো।” এক উত্তর- ওরা জানে না।
ক. “উও আপ হি কহ সকতা।”- উক্তিটি কার?
খ. “টুপির তেজ কি পানিতেও লাগল নাকি?”- বিশ্লেষণ করো।
গ. “এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল।”- ‘রেইনকোট’ গল্পের এ প্রসঙ্গটি উদ্দীপকের বিষয়ের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে।”- যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ১০: মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, “জীবনের চেয়ে দেশ অনেক বড়ো।” নিজেকে একজন দেশপ্রেমী, মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।
ক. “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”- ‘রেইনকোট’ গল্পে কোন চোখের কথা বলা হয়েছে?
খ. “ড্রেসিং টবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে সে ভ্যাবাচ্যাকা খায়।”- কে, কেন ভ্যাবাচ্যাকা খায়?
গ. উদ্দীপকের সাজ্জাদ ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? তুলনার যৌক্তিকতা তুলে ধরো।
ঘ. সাজ্জাদের চেতনা ‘রেইনকোট’ গল্পের মূলভাবকে কতখানি ধারণ করে বলে, তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো।
এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের রেইনকোট গল্পের মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।