Bangla

সবার জন্য শিক্ষা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা

এখানে নিচে বাংলা ২য় পত্রের লিখিত অংশের সবার জন্য শিক্ষা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা বা সবার জন্য শিক্ষা বিষয়ে সংলাপ দেওয়া হলো।

বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সবার জন্য শিক্ষা। বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় প্রায়ই এ বিষয়ে সংলাপ রচনা এসে থাকে। তাই সবার জন্য শিক্ষা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নিচে দেওয়া হলো।

সবার জন্য শিক্ষা বিষয়ে সংলাপ

নিয়ানঃ বন্ধু কেমন আছ তুমি!

ফাহিমঃ ভালো, তুমি নিশ্চয়ই ভালো আছো?

নিয়ানঃ হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি কি সবার জন্য শিক্ষা বিষয়ে কিছু জানো?

ফাহিমঃ সবার জন্য শিক্ষা হলো বিশ্বের সকল শিশু, যুবক ও প্রৌঢ়দের মাঝে অন্যতম মৌলিক চাহিদা শিক্ষা নিশ্চিতের নিমিত্তে পরিচালিত একটি বৈশ্বিক আন্দোলন।

নিয়ানঃ এটি কার দ্বারা পরিচালিত সে সম্পর্কে তুমি কিছু জানো?

ফাহিমঃ এটি ইউনেস্কো (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) কর্তৃক পরিচালিত একটি আন্দোলন।

নিয়ানঃ সবার জন্য শিক্ষা বাস্তবায়ন এর জন্য তাহলে বিশ্বের সব দেশকেই তার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

ফাহিমঃ ইউনেস্কো, বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, বে-সরকারী সংস্থা এবং গণমাধ্যম বর্তমানে ইউনেস্কোর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে।

নিয়ানঃ আমাদের দেশেও তো সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করা প্রয়োজন। বাংলাদেশেও অনেকেই নিরক্ষর রয়েছে।

ফাহিমঃ বাংলাদেশ সরকার এর জন্য ১৯৯০ সালে প্রাথমিক শিক্ষা গ্রহণ করাকে বাধ্যতামূলক করেছে। আর এটা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার দেশে মোট ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪ হাজার ৩১২টি এবতেদায়ী মাদ্রাসা তৈরি করেছ।

নিয়ানঃ তোমার সাথে কথা বলে সবার জন্য শিক্ষা বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ।

ফাহিমঃ তোমাকেও ধন্যবাদ।

Digital Porasona Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button