Bangla

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

HSC বাংলা প্রথম পত্রের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে প্রকাশ করা হলো।

এইচএসসি বা উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের একটি কবিতার নাম সোনার তরী। সোনার তরী কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা। সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো।

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ৬৫০ খ্রি. থেকে চর্যাপদের কাল ধরেছেন। হাজার বছরেরও অধিক সময় পূর্বে রচিত হওয়ায় পদকর্তাদের জীবন ইতিহাস, বিস্তারিত জানা সম্ভব হয় না। রচয়িতাদের পরিচিতি কালের প্রবাহে ধূসর হয়ে গেলেও তাঁদের রচনাগুলোর ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই। ‘চর্যাপদ’ বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত।

ক. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
খ. ‘ভরা নদী ক্ষুরধারা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. “উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা ‘সোনার তরী’ কবিতার সোনার ধানের মতোই।”- মন্তব্যটি ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের পদরচয়িতাগণ এবং ‘সোনার তরী’ কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার।”- তোমার মতামতসহ আলোচনা করো।

সৃজনশীল প্রশ্ন ২: একসময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজখবর নেওয়ার সময় নেই তাদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে।
এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

ক. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
খ. ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি।’-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে ‘সোনার তরী’ কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা করো।
ঘ. ‘সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়’-উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩: কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষেরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর – কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাইতো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

ক. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
খ. “চারিদিকে বাঁকা জল”-চরণটিতে কীসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
গ. ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখো।
ঘ. “কর্মী নয়, কর্মই অবিনশ্বর”-উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪: আমি কোথায় পাব তারে আমার, মনের মানুষ যেরে হারায়ে সেই মানুষ তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে। কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।

ক. ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কীসের প্রতীক?
খ. ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের মনের মানুষ ‘সোনার তরী’ কবিতার যে দিকের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের ‘আমি’র হাহাকার যেন ‘সোনার তরী’ কবিতার কবির জীবনদর্শন।” মন্তব্যটি যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ৫: ‘আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে।

ক. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ছোটো খেতের চারদিকে কী খেলা করছে?
খ. সোনার তরীতে কৃষকের ঠাঁই হলো না কেন?.
গ. ‘সোনার তরী’ কবিতার ধানের সঙ্গে উদ্দীপকের ‘গান’ ও গীতের তুলনা করো।
ঘ. “উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার মূলভাব অভিন্ন তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৬: রূপক কবিতায় ভাববস্তুর দুটো দিক থাকে। একটি হলো আপাতদৃষ্ট ভাববস্তু, অন্যটি হলো অন্তর্নিহিত সমান্তরাল ভাব। অর্থাৎ, রূপক কবিতার বাইরের অর্থ বাচ্যার্থ, আর অন্তর্নিহিত অর্থ হলো নিহিতার্থ। সুতরাং, রূপক কবিতা হচ্ছে বাইরের রূপের আড়ালে ভেতরের রূপের আভাসদানকারী। ‘পাঞ্জেরী’ এ ধরনের একটি কবিতা।

ক. ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক?
খ. ‘ঢেউগুলি নিরুপায়, ভাঙে দু ধারে’- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে যে আপাতদৃষ্ট ভাবের কথা বলা হয়েছে, ‘সোনার তরী’ কবিতায় তা কীভাবে রূপায়িত হয়েছে? আলোচনা করো।
ঘ. রূপক কবিতা হিসেবে ‘সোনার তরী’ কবিতার সার্থকতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ৭: বৃদ্ধ মজহার সাহেব তাঁর সারাজীবনের স্বপ্ন বাস্তবায়ন করেছেন একটি বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করে। নিরাশ্রয়, দুস্থ মানুষের মুখে হাসি দেখে তিনি তৃপ্তি পান। তিনি পৃথিবীতে না থাকলেও তার প্রতিষ্ঠানটি থাকবে এটা ভাবতে তার ভালো লাগে।

ক. ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত গ্রামখানি কখন মেঘে ঢাকা থাকে?
খ. ‘বাঁকা জল’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের মজহার সাহেবের বাস্তবায়িত স্বপ্নের সাথে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে?
ঘ. “”সোনার তরী’ কবিতার কৃষক ও মজহার সাহেবের জীবনভাবনা অভিন্ন।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: তুষারদের বিশাল বাড়িটি তার বাবার দাদা বানিয়েছিলেন। বাজারে তাদের একটি বিশাল দোকান আছে, সেটি তার দাদার আমলের। তার বাবার এক চাচি ছিলেন, যিনি, খুব সুন্দর নকশিকাঁথা সেলাই করতেন, সেসবের কিছু এখনো ঘরে আছে। তুষারের কাছে তাঁরা স্বপ্নের মানুষ। সে ভাবে, তাঁদের সবাই যদি এখনো বেঁচে থাকতেন তবে কেমন হতো। এটা-শুনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার বড়ো ভাই রোমেল বলে, ‘তাহলে মানুষে মানুষে ভরে যেত ঘর, জায়গাই দেওয়া যেত না, তখন তোমার আর তাঁদের স্বপ্নের মানুষও মনে হতো না।’

ক. ‘সোনার তরী’ কবিতার পূর্ণপর্ব কত মাত্রার?
খ. ‘শূন্য নদীর তীরে/রহিনু পড়ি’- উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার সমগ্রতার ধারণ করতে পেরেছে কি? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯: আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান,-‘/বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে/গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে।

ক. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ছোটো খেতের চারদিকে কী খেলা করছে?
খ. সোনার তরীতে কৃষকের জায়গা হয়নি কেন?
গ. ‘সোনার তরী’ কবিতার ধানের সঙ্গে উদ্দীপকের গান ও গীত কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।” উক্তিটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: ‘দুই মুসাফির’ গল্পের মৃত্যুর কয়েক যুগ, পরে একদিনের জন্য পৃথিবীতে ফিরে আসার সুযোগ পায় গ্রামের ভূস্বামী জোয়ার্দার ও এক বাউল শিল্পী। জোয়ার্দার বাউলকে তার পরিচয় দিয়ে নিজের সম্পত্তি ও প্রতিপত্তির কথা বলে। কিন্তু গ্রামে গিয়ে জোয়ার্দার নিজের সম্পত্তির মালিকানা দাবি করলে জমির বর্তমান মালিক তাকে চিনতে না পেরে তার সাথে ঝগড়া করে। এর মধ্যে বাউল ঝগড়া থামিয়ে গান শোনার আহ্বান জানায়। • গান শুনে মুগ্ধ গ্রামবাসী বাউলকে লালন ফকির বলে সবাই চিনতে পারে এবং খাতির করে। সন্ধ্যা হয়ে এলে জোয়ার্দারকে তার অতৃপ্ত হৃদয় নিয়ে ফিরে যেতে হলেও লালন ছিলেন খুবই তৃপ্ত।

ক. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
খ. ‘সোনার তরী’ কবিতায় ‘আমি একেলা’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ঘ. “উদ্দীপকের লালন ফকিরের জীবন পরিণতিই ‘সোনার তরী’ কবিতার মূল উপজীব্য”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের সোনার তরী কবিতার মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button