Subject Review

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

Subject Review: Bioinformatics Engineering | এখানে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট রিভিউ দেওয়া হলো।

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে অপেক্ষাকৃত নতুন একটা ডিগ্রী। বর্তমানে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ই বি.এসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রদান করে থাকে।

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং কী?

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং হলো একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড যেখানে কম্পিউটার সাইন্স, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করা হয়। বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার রা মুলত জটিল বায়োলজিকাল ডাটা  যেমন জিনোম সিকোয়েন্স, প্রোটিন এবজর্পশন ইত্যাদি এনালাইসিস, রিসার্চ এবং এ সম্পর্কিত কম্পিউটার টুল/সফটওয়্যার বানানোর কাজ করে যার জন্য বায়োলজিকাল জ্ঞান থাকার পাশাপাশি প্রোগ্রামিং, স্ট্যাটিস্টিক্স, ডাটা মাইনিং এবং মেশিন লার্নিং সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এ কী কী পড়ানো হয়?

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথমেটিক্স, কম্পিউটার সাইন্স, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, বায়োটেকনোলজি এবং এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট সেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাসিক সব কোর্স করানো হয়। যেমনঃ ইইই, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইত্যাদি।

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জব সেক্টর

একজন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারের যেমন কম্পিউটার সাইন্সে দক্ষ হওয়া প্রয়োজন তেমনি বায়োলজিকাল সাইন্সেও দক্ষ হওয়া প্রয়োজন। তাই একজন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারের বায়োইনফরমেটিক্স সেক্টরে জব অপরচুনিটি থাকার পাশাপাশি কম্পিউটার সাইন্স অথবা আইটি সেক্টরেও জব করার সুযোগ আছে। একইভাবে বায়োলজিকাল যেকোনো ফিল্ডে যাওয়ার সুযোগ রয়েছে। যেমনঃ এগ্রিকালচারাল ফার্ম বা ইন্ডাস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ড্রাগ রিসার্চ ইত্যাদি।

দেশে সম্ভাব্য জব সেক্টর (সরকারি)

দেশের বিভিন্ন সরকারি এগ্রিকালচারাল অর্গানাইজেশনের আইসিটি উইংয়ে জব করার সুযোগ রয়েছে। যেমনঃ BRRI, BARI, BINA, BFRI, BJRI, BSRI, BARC, BTRI, BLRI, SRDI, FRI ইত্যাদি। এছাড়াও ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট, বায়োইনফরমেটিক্স ইন্সটিটিউট, ব্যাংক, বিসিএস (সাধারণ বা আইসিটি এডুকেশন ক্যাডার), বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি। উল্লেখ্য যে, বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএসে আলাদা কোনো টেকনিক্যাল ক্যাডার নেই।

দেশে সম্ভাব্য জব সেক্টর (বেসরকারি)

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর বেসরকারি জব সেক্টরের মধ্যে USAID Agricultural Extension Support Activity এবং Bangladesh Institute of ICT in Development (BIID) এ জব করার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন টেক কোম্পানি যেমনঃ Samsung, IBM ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যেমনঃ DataSoft, Tiger IT, ReliSource, BJIT, Vizrt, SELISE, Grameen Intel (ICT and Agriculture) ইত্যাদিতে জব করার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন টেলিসেবা কোম্পানি যেমনঃ গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইত্যাদিতে জবের সুযোগ রয়েছে।

দেশের বাইরের জব সেক্টর

উন্নত বিশ্বে বায়োইনফরমেটিক্স ইতিমধ্যে একটি প্রতিষ্ঠিত সেক্টর যেখানে কাজ করার প্রচুর সুযোগ আছে কিন্তু সে অনুযায়ী এখনো বিপুল সংখ্যক দক্ষ গ্রাজুয়েটের ঘাটতি রয়েছে। বায়োইনফরমেটিক্স থেকে বিভিন্ন ধরনের রিসার্চ ডিভিশন এবং হসপিটালস, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি, রিসার্চ সেন্টার ইত্যাদিতে খুবই উচ্চ বেতনে কাজ করার সুযোগ আছে। এর পাশাপাশি চাইলে এবং দক্ষতা থাকলে SAMSUNG, IBM, Microsoft, Google, FAO, WHO এর মতো অর্গানাইজেশনে কাজ করারও অপরচুনিটি আছে।

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার এর জব পজিশন

একজন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার যেসব জব পজিশনে জব করতে পারে সেগুলো হলোঃ

  • Genomic Database Engineer
  • Biological Data Visualisation Engineer
  • Computational Biologist
  • BioSecurity Research Scientist
  • BioDatabase Engineer
  • Genome Analyst
  • Bioinformatics Analyst
  • Bioinformatics Research Scientist
  • Computational Immunologist
  • Genomic Information Engineer
  • Software Engineer
  • Database Administrator
  • Programmer
  • Data Scientists
  • System Analyst
  • Data Centre Engineer
  • Database Engineer
  • Web Engineer
  • Network Engineer
  • Computer Vision Researcher
  • Robotics Researcher
  • Machine Learning Researcher
  • NLP Researcher
  • IoT Engineer
  • Scientific Officer
  • Researcher
  • ICT consultant
  • ICT Teacher (Universities, Colleges, Schools)
  • BCS – ICT Education Cadre
  • General BCS

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং থেকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং মুলত একটি রিসার্চ বেজড সাব্জেক্ট এবং অপেক্ষাকৃত নতুন সাব্জেক্ট হওয়ায় এই ক্ষেত্রে রিসার্চ করার প্রচুর সুযোগ আছে। দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য রিসার্চ বেজড সাব্জেক্টের উপর ফান্ডিংও বেশি থাকে। তাই এখান থেকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য প্রচুর সুযোগ রয়েছে। এক্ষেত্রেও কেউ চাইলে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কম্পিউটার সাইন্স, মেশিন লার্নিং, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ আইটি এবং বায়োলজি রিলেটেড যেকোনো সাব্জেক্টে উচ্চশিক্ষায় যেতে পারবে!

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ল্যাব ফ্যাসিলিটিজ

অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে ডিপার্টমেন্ট থেকে ডিগ্রী দেয় সেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাকৃবিতে আসলে ফ্যাকাল্টি থেকে বিএসসি ডিগ্রী দেয়। বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বাকৃবির এ.ই.টি ফ্যাকাল্টির একটা ডিগ্রী। ডিগ্রী নতুন হলেও ফ্যাকাল্টি কিন্তু অনেক পুরনো, আর প্রয়োজনীয় ল্যাব ফ্যাসিলিটিজ সব কিছু আগে থেকেই এখানে আছে। ল্যাব নিয়ে কোনো সমস্যা নেই, তারপরেও ইতিমধ্যে আরো কিছু কম্পিউটার ল্যাব শুধুমাত্র বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট দের জন্য ডেডিকেটেড করে বানানোর কাজ চলমান আছে। বাকৃবির এনাফ রিসোর্স আছে বলেই এরকম একটা সাব্জেক্ট দেশের প্রথম পাবলিক ইউনিভার্সিটি হিসেবে খুলেছে।

বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার প্রেশার কেমন?

প্রেশার অবশ্যই বেশি, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার যেসব বিষয়ে পারদর্শী সেসব বিষয় জানার পাশাপাশি বায়োলজিকাল নলেজও রাখা প্রয়োজন এই ডিগ্রী তে, তার মানে বুঝাই যাচ্ছে প্রেশারের লেভেলটা কোথায় যাবে। মাঝেমাঝেই প্রোগ্রামিং ল্যাব রাত ৭-৮ টা পর্যন্ত নেয়া হয়, সেই সকাল থেকে রাত সারাদিন ক্লাস- ল্যাবের মধ্যেই থাকা লাগে! পড়াশুনার পাশাপাশি টিচাররা প্রোগ্রামিং এর জন্য এক্সট্রা কেয়ার নেন, বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহন করার ক্ষেত্রে উৎসাহ দেন! ICPC, IUPC সহ অন্য যেকোনো প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহনেরও সুযোগ আছে এখান থেকে। আল্টিমেটলি এইখানে পড়ার ইচ্ছা থাকলে তার ধৈর্যশক্তি বেশি থাকতে হবে, প্যারা নেয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, আর রেগুলার প্রোগ্রামিংয়ে কয়েক ঘন্টা টাইম দেয়া মন-মানষিকতা থাকা লাগবে! যেটা অনেকের কাছে শুরুতে কষ্টকর মনে হলেও অবশ্যই ক্যারিয়ারের জন্য হেল্পফুল।

পরিশেষে কেউ যদি কম্পিউটার সাইন্স কিংবা প্রোগ্রামিংয়ে প্যাশনেট হয়, প্রব্লেম সলভিং স্কিল থাকে এবং বায়োলজিকাল রিসার্চে আগ্রহী হয়ে থাকে তবে তাকে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এ স্বাগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button