সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪
এখানে নিচে বাংলাদেশ পরিচিতি বিষয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ এবং সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ হলো আমাদের চারপাশের নানা বিষয় সম্পর্কে সহজ সরল তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করা। এটি বিভিন্ন বিষয়ের হতে পারে। যেমন দেশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংস্কৃতি এবং আরো অনেক কিছু। এখানে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর জানা আমাদের জন্য অনেক জরুরী। এর ফলে নতুন নতুন তথ্য জানার মাধ্যমে আমাদের চিন্তাভাবনা প্রসারিত হয়। বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সবচেয়ে বড় কথা হলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে।
বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২৪
এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
প্রশ্ন ০১। গ্রিনিচ থেকে বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তরঃ ৯০° পূর্বে।
প্রশ্ন ০২। বাংলাদেশের উপর দিয়ে কোন দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ ২৩.৫° উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
প্রশ্ন ০৩। কর্কটক্রান্তি রেখা কোন দুটি জেলা বরাবর অতিক্রম করেছে?
উত্তরঃ কুমিল্লা ও চুয়াডাঙ্গা।
প্রশ্ন ০৪। ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা কোন দুটি জেলা বরাবর অতিক্রম করেছে?
উত্তরঃ শেরপুর ও বরগুনা।
প্রশ্ন ০৫। কর্কটক্রান্তি রেখা ও দ্রাঘিমা রেখা একত্রিত হয়েছে কোথায়?
উত্তরঃ ঢাকায়।
প্রশ্ন ০৬। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকট (প্রশান্ত মহাসাগরে)।
প্রশ্ন ০৭। বাংলাদেশের মধ্য দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার।
প্রশ্ন ০৮। ‘বঙ্গবন্ধু মান মন্দির’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গার দিয়া গ্রাম।
প্রশ্ন ০৯। বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ; The People’s Republic of Bangladesh (ইংরেজি নাম)।
প্রশ্ন ১০। বাংলাদেশের রাজধানীর নাম কী?
উত্তরঃ ঢাকা (Dhaka).
প্রশ্ন ১১। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কী?
উত্তরঃ চট্টগ্রাম (Chattogram)।
প্রশ্ন ১২। বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রভাষার নাম কী?
উত্তরঃ বাংলা।
প্রশ্ন ১৩। বাংলাদেশের সাংবিধানিক জাতীয়তা কী?
উত্তরঃ বাঙালি।
প্রশ্ন ১৪। বাংলাদেশের সাংবিধানিক নাগরিকত্ব কী?
উত্তরঃ বাংলাদেশি।
প্রশ্ন ১৫। বাংলাদেশের রাষ্ট্রধর্ম কী?
উত্তরঃ ইসলাম।
প্রশ্ন ১৬। বাংলাদেশের শাসনব্যবস্থা কোন ধরনের?
উত্তরঃ এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র।
প্রশ্ন ১৭। বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে?
উত্তরঃ ১৯৭১ সালের ২৬ মার্চ।
প্রশ্ন ১৮। কখন, কে ‘বাংলাদেশ’ নামকরণ করেন?
উত্তরঃ ৫ ডিসেম্বর, ১৯৬৯, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ১৯। দ্রাঘিমাংশ অনুযায়ী বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
উত্তরঃ ২০°৩৪’ থেকে ২৬°৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ।
প্রশ্ন ২০। বাংলাদেশের আয়তন কত?
উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কি.মি./৫৬,৯৭৭ বর্গমাইল; ছিটমহল বিনিময়ের পরে আয়তন হয় ১,৪৭,৬১০ বর্গ কি.মি. কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ হয়নি।
প্রশ্ন ২১। GMT অনুযায়ী বাংলাদেশের স্থানীয় সময় কত?
উত্তরঃ GMT + ৬ ঘণ্টা।
প্রশ্ন ২২। বাংলাদেশের মূল ভূ-খণ্ডের অবস্থান কোথায়/নাম কী?
উত্তরঃ ‘বঙ্গখাত’ বা ‘Bango Basin’ এর উপর গড়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বড় ব-দ্বীপ।
প্রশ্ন ২৩। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কোন অংশে অবস্থিত?
উত্তরঃ উত্তর-পূর্ব।
প্রশ্ন ২৪। বাংলাদেশ আয়তনে বিশ্বের কততম?
উত্তরঃ ৯৪তম।
প্রশ্ন ২৫। বাংলাদেশ আয়তনে দক্ষিণ এশিয়ার কততম?
উত্তরঃ ৪র্থ।
প্রশ্ন ২৬। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কতটি?
উত্তরঃ ২টি (ভারত ও মিয়ানমার)।
প্রশ্ন ২৭। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ ৩২টি।
প্রশ্ন ২৮। ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ ৩০টি।
প্রশ্ন ২৯। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ ৩টি। (রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার)।
প্রশ্ন ৩০। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
উত্তরঃ Border Guard Bangladesh (BGB/বিজিবি)।
প্রশ্ন ৩১। বাংলাবান্ধা সীমান্ত কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মহানন্দা।
প্রশ্ন ৩২। বাংলাদেশের সমুদ্রসীমা প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে-
উত্তরঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব মেরিন সাইন্স এন্ড ফিশারিজ।
প্রশ্ন ৩৩। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্যের অবস্থান?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
প্রশ্ন ৩৪। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য।
প্রশ্ন ৩৫। বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্যের অবস্থান?
উত্তরঃ ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
প্রশ্ন ৩৬। বাংলাদেশের দক্ষিণে কী রয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর, ভারতের কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্ন ৩৭। বাংলাদেশের তিনদিকে অবস্থিত দেশের নাম কী?
উত্তরঃ ভারত।
প্রশ্ন ৩৮। ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা সংযোগ নেই কয়টি রাজ্যের?
উত্তরঃ ৩টি।
প্রশ্ন ৩৯। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি?
উত্তরঃ ৫টি।
প্রশ্ন ৪০। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
প্রশ্ন ৪১। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে কম?
উত্তরঃ আসাম।
প্রশ্ন ৪২। বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?
উত্তরঃ বরিশাল ও ঢাকা।
প্রশ্ন ৪৩। বাংলাদেশ-ভারত অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার?
উত্তরঃ ২.৫ কি.মি. (ফেনী জেলার মুহুরীর চর)।
প্রশ্ন ৪৪। ভারত ও মিয়ানমার উভয়ের সাথে বাংলাদেশের একমাত্র কোন জেলার সীমান্ত সংযোগ রয়েছে?
উত্তরঃ রাঙামাটি জেলার।
প্রশ্ন ৪৫। বাংলাদেশের সীমান্তবর্তী কোন কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?
উত্তরঃ বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন ৪৬। বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের কয়টি প্রদেশ রয়েছে?
উত্তরঃ ২টি; চিন ও রাখাইন।
প্রশ্ন ৪৭। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় শুরু হয় কবে?
উত্তরঃ ১ আগস্ট, ২০১৫ এর প্রথম প্রহর থেকে।
প্রশ্ন ৪৮। বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহল ছিল কতটি?
উত্তরঃ ১৬২টি।
প্রশ্ন ৪৯। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল কতটি?
উত্তরঃ ৫১ টি (সবচেয়ে বেশি কুচবিহার জেলায়-৪৭টি)।
প্রশ্ন ৫০। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল কতটি?
উত্তরঃ ১১১ টি। (সবচেয়ে বেশি লালমনিরহাট জেলায়- ৫৯টি)
প্রশ্ন ৫১। বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোন রাজ্যের অন্তর্গত ছিল?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের।
প্রশ্ন ৫২। ছিটমহল বেষ্টিত জেলা বলা হত কোন জেলাকে?
উত্তরঃ লালমনিরহাটকে।
প্রশ্ন ৫৩। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অর্থমাইল এলাকা জুড়ে তৈরি করা মানচিত্রকে কি বলা হয়?
উত্তরঃ স্ট্রিপ ম্যাপ।
প্রশ্ন ৫৪। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্ববৃহৎ ছিটমহল কোনটি?
উত্তরঃ দাশিয়ার ছড়।
উপরে বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন এবং এদের উত্তর দেওয়া হলো। এগুলো প্রায়ই বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় এসে থাকে।