মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪। ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫
এখানে নিচে ২০২৪-২০২৫ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেডিকেল প্রশ্ন ব্যাংক বই বা মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪ এর বিস্তারিত রিভিউ দেওয়া হলো।
অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা নামক অলিখিত যুদ্ধ শুরু হয় এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী মূলত ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেল এই তিনটার মধ্যে যেকোনো একটার প্রস্তুতি নিয়ে থাকে। এর মধ্যে যারা ডাক্তার হবার স্বপ্ন দেখে, সাদা এপ্রোনকে আপন করে নেওয়া যাদের প্রচন্ড ইচ্ছা তারা মেডিকেলের প্রস্তুতি নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। মেডিকেল ভর্তি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হলো প্রশ্নব্যাংক অ্যানালাইসিস করে পড়া। মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪ এখানে দেওয়া হলো।
বাংলাদেশে ভর্তি পরীক্ষার মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিয়ে থাকে। ২০২৩-২০২৪ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ দুই হাজার ৩৬৯ জন। অপরদিকে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি। তাই এখানে প্রতিযোগীতা তুমুল। ভালোভাবে গোছানো প্রস্তুতি নেওয়া ছাড়া মেডিকেলে চান্স পাওয়া অসম্ভব।
মেডিকেল প্রশ্ন ব্যাংক বই
মেডিকেল প্রশ্ন ব্যাংক বই হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত সালে আসা প্রশ্নের সংকলন। প্রশ্নব্যাংক দুইরকমের হয়ে থাকে সাল ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক। সাল ভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক গুলোতে বিগত বছরে আসা প্রশ্নগুলো সাল অনুসারে দেওয়া হয়ে থাকে। অধ্যায় ভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক গুলো পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই ৫টা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে বিগত বছরে যা যা প্রশ্ন এসেছে সেগুলো নির্দিষ্ট টপিক অনুসারে দেয়া থাকে। এই ধরণের প্রশ্নব্যাংক ই মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে বেশি কাজে আসে।
অধ্যায় ভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক এ বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট টপিকে কোন সালে কী কী প্রশ্ন এসেছে তা সাজানো থাকে। প্রশ্নব্যাংক অ্যানালাইসিস করে পড়ার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। বইয়ে কোনো একটা টপিক পড়ার পড় সেই টপিক থেকে মেডিকেলে আগের বছরে কী কী প্রশ্ন এসেছে সেগুলো দেখলে প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় এবং সেই অনুযায়ী পড়াশোনা করা যায়।
বাজারে বিভিন্ন প্রকাশনীর মেডিকেল প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। প্রকাশনী যেটাই হোক না কেন, প্রশ্নবাংকে তো মূলত সালের প্রশ্নই থাকে। কিন্তু প্রশ্নের উত্তরের নির্ভুলতা এবং উত্তরের ব্যাখা এক্ষেত্রে একটা দেখার বিষয় হতে পারে। অনলাইনে অনেকসময় মেডিকেল প্রশ্ন ব্যাংক PDF পাওয়া যায় সেগুলো সংগ্রহ করেও পড়া যেতে পারে। তবে ইফেক্টিভলি পড়ার ক্ষেত্রে হার্ডকপি সংগ্রহ করাই ভালো। এখানে নিচে বাজারে প্রাপ্ত জয়কলি, উন্মেষ, রেটিনা সহ কয়েকটা মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
জয়কলি মেডিকেল প্রশ্ন ব্যাংক
জয়কলি মেডিকেল প্রশ্ন ব্যাংক টির নাম “মেডি প্রশ্নব্যাংক: মেডিকেল ও ডেন্টাল”। এটি একটি সাল ভিত্তিক মেডিকেল প্রশ্নব্যাংক। এখানে ১৯৯৮ সাল থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ পর্যন্ত দেওয়া আছে। এছাড়াও ১৯৯৫ সাল থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ পর্যন্ত দেওয়া আছে। প্রশ্নগুলোতে উত্তরের পাশাপাশি প্রয়োজনীয় ব্যাখাও দেওয়া আছে। এছাড়াও সকল প্রশ্নের নির্ভুল উত্তর, সঠিক ব্যাখ্যা, প্রশ্ন সংশ্লিষ্ট তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, চূড়ান্ত সাজেশন্স, মডেল টেস্ট, প্রশ্ন দেখেই দ্রুত উত্তর বের করার সহজ কৌশল, ম্যাজিক কৌশল, শর্ট টেকনিক, মজার মজার ছন্দ দিয়ে ভরপুর এই বইটি। অনেকসময় অনলাইনে জয়কলি মেডিকেল প্রশ্ন ব্যাংক PDF পাওয়া যায় সেগুলো সংগ্রহ করেও পড়া যায়। এক্ষেত্রে সাজেশন থাকবে বইয়ের হার্ডকপি সংগ্রহ করে পড়ার। জয়কলি মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪ বইটি এখানে পাওয়া যাবে।
রেটিনা মেডিকেল প্রশ্ন ব্যাংক
রেটিনা মেডিকেল প্রশ্ন ব্যাংক বইটির নাম “রেটিনা প্রশ্নব্যাংক”। রেটিনা প্রশ্ন ব্যাংক একটি অধ্যায়ভিত্তিক মেডিকেল প্রশ্নব্যাংক। এখানে বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট টপিকে কোন সালে কী কী প্রশ্ন এসেছে তা সাজানো আছে। রেটিনা মূলত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। তাই রেটিনা মেডিকেল প্রশ্ন ব্যাংক টি বাজারে বিভিন্ন লাইব্রেরীতে বা অনলাইনে কিনতে পাওয়া যায় না। তাদের মেডিকেল কোর্সে ভর্তি হলে তারা এই বইটি দিয়ে থাকে। তবে কেউ কেউ বইটি বিক্রি করে থাকে তাদের কাছে থেকে সংগ্রহ করা যেতে পারে। আবার অনলাইনে অনেকসময় রেটিনা মেডিকেল প্রশ্ন ব্যাংক PDF পাওয়া যায় সেগুলো সংগ্রহ করেও পড়া যায়। এক্ষেত্রে সাজেশন থাকবে বইয়ের হার্ডকপি সংগ্রহ করে পড়ার। রেটিনা মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪ বইটি এখানে পাওয়া যাবে।
মেডিকেল প্রশ্ন ব্যাংক উন্মেষ
উন্মেষ মেডিকেল প্রশ্নব্যাংক টি মূলত “মেডিকেল মাস্টার প্রশ্নব্যাংক” নামে পরিচিত। রেটিনা প্রশ্ন ব্যাংক একটি অধ্যায় ভিত্তিক মেডিকেল প্রশ্নব্যাংক। এখানে বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট টপিকে কোন সালে কী কী প্রশ্ন এসেছে তা সাজানো আছে। রেটিনার মতো উন্মেষও মূলত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। তাই মেডিকেল প্রশ্ন ব্যাংক উন্মেষ বইটি বাজারে বিভিন্ন লাইব্রেরীতে বা অনলাইনে কিনতে পাওয়া যায় না। তাদের মেডিকেল কোর্সে ভর্তি হলে তারা এই বইটি দিয়ে থাকে। তবে কেউ কেউ বইটি বিক্রি করে থাকে তাদের কাছে থেকে সংগ্রহ করা যেতে পারে। আবার অনলাইনে অনেকসময় উন্মেষ মেডিকেল প্রশ্ন ব্যাংক PDF পাওয়া যায় সেগুলো সংগ্রহ করেও পড়া যায়। এক্ষেত্রে সাজেশন থাকবে বইয়ের হার্ডকপি সংগ্রহ করে পড়ার। উন্মেষ মেডিকেল প্রশ্ন ব্যাংক ২০২৪ বইটি এখানে পাওয়া যাবে।