Bangla

সুচেতনা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর PDF [বহুনির্বাচনী]

এখানে HSC বাংলা প্রথম পত্রের জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতার এমসিকিউ (MCQ) প্রশ্ন এবং উত্তর নিচে প্রকাশ করা হলো।

উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের পদ্যাংশের একটি কবিতার নাম সুচেতনা। ‘সুচেতনা’ কবিতাটি কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি কবির অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এ কবিতায় ‘সুচেতনা’ শব্দটির মধ্য দিয়ে তিনি আত্মচেতনাজাত এমন এক সত্যকে উপস্থাপন করেছেন, যা আলোকময় এক সমৃদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখায়। সুচেতনা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর নিচে উল্লেখ করা হলো।

সুচেতনা কবিতার MCQ প্রশ্নের উত্তর

‘সুচেতনা’ কবিতায় সুচেতনার কথা উত্থাপনের মধ্য দিয়ে কবি মানুষের মাঝে শুভবোধের উদ্বোধন কামনা করেছেন। এই সুচেতনা কবির অত্যন্ত প্রার্থিত আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাস। আলোচ্য কবিতাটিতে উপমার বহুমাত্রিক ব্যবহারে কবি তাঁর এই অন্তর্গত বিশ্বাসকেই শিল্পিত করে তুলেছেন। এ কবিতায় তাঁর এই বিশ্বাস মূলত দূরবর্তী দ্বীপসদৃশ ‘একটি ধারণা।

পৃথিবীর নির্জনতায়, বিচিত্র টানাপোড়েন বা রক্তপাতের মতো বিপর্যয়ে এর ব্যত্যয় ঘটে না। কবির চেতনাগত এই বিশ্বাসই শেষাবধি হিংসার বিষবাষ্প থেকে সৃষ্ট পৃথিবীর গভীরতর অসুখকে সারিয়ে তুলতে পারে। সর্বোপরি এটি আমাদের এক মুক্ত, আলোকোজ্জ্বল ও সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখায় । জীবনমুক্তির এই চেতনাই মানবসমাজের অগ্রযাত্রাকে মসৃণ করবে, শাশ্বত রাত্রির বুক থেকে নেতিবাচকতার অন্ধকার দূর করে অনন্ত সূর্যোদয় ঘটাবে। সুচেতনা কবিতার MCQ প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো।

সুচেতনা কবিতার MCQ প্রশ্ন ও উত্তর

এখানে কবি জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতার MCQ প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর নিচে বিস্তারিত দেওয়া হলো।

প্রশ্ন-১. জীবনানন্দ দাশের পিতা কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ব্যবসা
খ. শিক্ষকতা
গ. আইনজীবী
ঘ. ডাক্তারি

উত্তর: (খ); শিক্ষকতা

প্রশ্ন-২. জীবনানন্দ দাশ তাঁর কবিতায় তৈরি করেন-
i. সূক্ষ্ম অনুভবের জগৎ
ii. গভীর অনুভবের জগৎ
iii. ধর্মীয় অনুভবের জগৎ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ক); i ও ii

প্রশ্ন-৩. জীবনানন্দ দাশের কবিতার আছে-
i. গ্রামবাংলার নিসর্গের ছবি
ii. নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের সমন্বয়
iii. চিত্ররূপময়তা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ঘ); i, ii ও iii

প্রশ্ন-৪. জীবনানন্দ দাশ তাঁর কবিতায় প্রকাশ করেন—
i. ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা
ii. অলৌকিক আধ্যাত্মিক চেতনা
iii. জীবন ও জগতের রহস্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

প্রশ্ন-৫. জীবনানন্দ দাশের নিসর্গ বিষয়ক কবিতা তীব্রভাবে প্রভাব রেখেছিল—
i. ব্রিটিশবিরোধী আন্দোলনে
ii. বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে
iii. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (গ); ii ও iii

প্রশ্ন-৬. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হলো-
i. ঝরা পালক, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
ii. ধূসর পাণ্ডুলিপি, কবিতার কথা, বনলতা সেন
iii. বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

প্রশ্ন-৭. ‘সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ’- চরণটিতে প্রকাশ পেয়েছে-
i. আধুনিক সভ্যতায় সুচেতনা এখনো দুর্লভ
ii. সুচেতনা সর্বত্র বিরাজিত নয়
iii. প্রাকৃতিক শান্তি ও নির্জনতাই কবির সুচেতনা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ঘ); i, ii ও iii

প্রশ্ন-৮. শিমুল ‘বেলা অবেলা কালবেলা’ গ্রন্থটি পড়ছিল। পড়তে গিয়ে কবির অন্য কাব্যগ্রন্থের একটি কবিতার কথা মনে পড়ল। কবিতাটির নাম কী হতে পারে?
ক. ঐকতান
খ. তাহারেই পড়ে মনে
গ. সুচেতনা
ঘ. লোক-লোকান্তর

উত্তর: (গ); সুচেতনা

প্রশ্ন-৯. ‘এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।’ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. অস্তিত্ববাদী চেতনা
খ. সাম্যবাদী চেতনা
গ. যুদ্ধবিরোধী চেতনা
ঘ. আশাবাদী চেতনা

উত্তর: (ঘ); আশাবাদী চেতনা

প্রশ্ন-১০. ‘আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ’ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আশাবাদী চেতনা
খ. সমকালীন জীবনযন্ত্রণা
গ. নৈরাশ্য ভাবনা
ঘ. রৌদ্রের তীব্রতা

উত্তর: (খ); সমকালীন জীবনযন্ত্রণা

প্রশ্ন-১১. ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’- চরণটি কবি কোন অর্থে ব্যবহার করেছেন?
ক. মহামারির প্রাদুর্ভাব
খ. প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগ
গ. সভ্যতার মারণপ্রবণতা
ঘ. ব্যক্তির সংকট

উত্তর: (গ); সত্যতার মারণপ্রবণতা

প্রশ্ন-১২. পৃথিবী, সমাজ, সভ্যতা আজ গভীর সংকটের মুখোমুখি বাক্যটি কোন কবিতার কথা স্মরণ করিয়ে দেয়?
ক. সাম্যবাদী
ক. সুচেতনা
গ. ফেব্রুয়ারি ১৯৬৯
ঘ. সেই অস্ত্র

উত্তর: (খ); সুচেতনা

নিচের উদ্দীপকটি পড়ে ১৩১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

এই পৃথিবীর জল-বাতাস-খাদ্য মানুষের জীবনকে পরিপুষ্ট করে তুলেছে। পৃথিবীর নিকট তাই মানুষের অগাধ ঋণ।

প্রশ্ন-১৩. উদ্দীপকটি কোন কবিতাকে নির্দেশ করে?
ক. ঐক্যতান
খ. সাম্যবাদী
গ. সুচেতনা
ঘ. রক্তে আমার অনাদি অস্থি

উত্তর: (গ); সুচেতনা

প্রশ্ন-১৪. উদ্দীপক ও উক্ত কবিতার মাঝে মিল-
i. মানুষের দায়িত্ববোধে
ii. মানবজন্মের সার্থকতায়
iii. পৃথিবীর গভীর অসুখে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ক); i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে ১৫১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ

প্রশ্ন-১৫. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাকে নির্দেশ করে?
ক. ঐকতান
খ. সাম্যবাদী
গ. সুচেতনা
ঘ. সেই অস্ত্র

উত্তর: (গ); সুচেতনা

প্রশ্ন-১৬. উদ্দীপক ও উক্ত কবিতায় আলোচিত হয়েছে-
i. ভালো মানবসমাজ নির্মাণের আকাঙ্ক্ষা
ii. সুগভীর দেশপ্রেম
iii. পরম আশাবাদ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

প্রশ্ন-১৭. দারুচিনি বনানীর ফাঁকে কী আছে?
ক. নির্জনতা
খ. পাখির কলতান
গ. সুরম্য প্রাসাদ
ঘ. হ্রদ

উত্তর: (ক); নির্জনতা

প্রশ্ন-১৮. ‘মানুষকে মানুষের মতো ভালোবাসা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সর্বজনীন মানবতাবোধ
খ. মানুষকে ঘৃণা না করা
গ. অসাম্প্রদায়িক মানবতাবোধ
ঘ. মানুষের প্রতি কৃতজ্ঞতাবোধ

উত্তর: (ক); সর্বজনীন মানবতাবোধ

প্রশ্ন-১৯. ‘সুচেতনা’ কবিতায় কবিপ্রাণ রূঢ় রৌদ্রে ঘুরেছে কেন?
ক. মানুষকে শ্রেণি সচেতন করে তুলতে
খ. মানুষের মাঝে সাহায্য পৌঁছে দিতে
গ. মানবতাবোধে উজ্জীবিত হয়ে
ঘ. জীবিকা সংগ্রহের জন্য

উত্তর: (গ); মানবতাবোধে উজ্জীবিত হয়ে

প্রশ্ন-২০. ‘এ বাতাস কী পরম সূর্যকরোজ্জ্বল’- চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. রুঢ় বাস্তবতা
খ. আশাবাদ
গ. নৈরাশ্য
ঘ. অস্তিত্ববাদ

উত্তর: (খ); আশাবাদ

প্রশ্ন-২১. সুচেতনার বিকাশে কীসের দেখা মিলবে বলে কবির বিশ্বাস?
ক. উন্নত নাগরিক সভ্যতা
খ. মুক্ত-স্বাধীন জনপদ
গ. মানুষের অর্থনৈতিক সমতা
ঘ. আলোকোজ্জ্বল পৃথিবী

উত্তর: (ঘ); আলোকজ্জ্বল পৃথিবী

প্রশ্ন-২২. ‘সুচেতনা’ সম্বোধনে কবি শিল্পিত করেছেন-
i. প্রার্থিব চেতনানিহিত বিশ্বাসকে
ii. আরাধ্য নারীতে
iii. আরাধ্য বিশ্বাসকে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

প্রশ্ন-২৩. ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪০
খ. ১৯৪১
গ. ১৯৪২
ঘ. ১৯৪৩

উত্তর: (গ); ১৯৪২

প্রশ্ন-২৪. সুচেতনা সর্বত্র বিস্তারিত বা বিরাজমান নয় কেন?
ক. সুচেতনা দূরতর দ্বীপে থাকে বলে
খ. সুচেতনা সভ্যতার বিপরীতে চলে বলেক
গ. ক্ষমতা ও আধিপত্যের লোভ সুচেতনার পরিপন্থি
ঘ. সুচেতনার সঙ্গে পৃথিবীর মঞ্চাল চিন্তা যুক্ত বলে

উত্তর: (গ); ক্ষমতা ও আধিপত্যের লোভ সুচেতনার পরিপন্থি

নিচের উদ্দীপকটি পড়ে ২৫২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সভ্যতাকে আরও মানবিক করে তোলার জন্য কিছু মানুষ বহু শতাব্দী ধরে নিরলস সাধনা করে যাচ্ছেন।

প্রশ্ন-২৫. উদ্দীপকটির ভাব কোন কবিতাকে নির্দেশ করে?
খ. সাম্যবাদী
খ. রক্তে আমার অনাদি অস্থি
গ. আমি কিংবদন্তির কথা বলছি
ঘ. সুচেতনা

উত্তর: (ঘ); সুচেতনা

প্রশ্ন-২৬. উদ্দীপক ও উক্ত কবিতায় প্রকাশ পেয়েছে-
i. দরিদ্রের বেদনা
ii. মানুষের সম্মিলিত প্রয়াস
iii. সমাজ বিনির্মাণের আশাবাদ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (গ); ii ও iii

প্রশ্ন-২৭. ‘সুচেতনা’ কবিতায় উল্লেখ আছে—
i. দেশপ্রেমের স্বরূপ
ii. গভীর জীবনবোধের স্বরূপ
iii. সমাজভাবনার স্বরূপ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (গ); ii ও iii

প্রশ্ন-২৮. ‘সুচেতনা’ কবিতায় আশাবাদী চেতনা প্রকাশিত হয়েছে যে শব্দে তা হলো-
i. অন্তিম প্রভাত
ii. শাশ্বত রাত্রি
iii. অনন্ত সূর্যোদয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

পৃথিবী দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছে। মানুষ তারপরও শান্তির পৃথিবী নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছে।

প্রশ্ন-২৯. উদ্দীপকটি কোন কবিতাকে নির্দেশ করে?
ক. ঐকতান
খ. নূরলদীনের কথা মনে পড়ে যায়
গ. সুচেতনা
ঘ. লোক-লোকান্তর

উত্তর: (গ); সুচেতনা

প্রশ্ন-৩০. উদ্দীপক ও উক্ত কবিতায় প্রকাশ পেয়েছে-
i. সুগভীর আশাবাদ
ii. চরম নৈরাশ্য
iii. ভালো মানবসমাজ নির্মাণের আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

প্রশ্ন-৩১. এই পৃথিবীর রণ রক্ত সফলতাকে কবি শেষ সত্য স্বীকার বলে করেন না কেন?
ক. পৃথিবীর গভীরতর অসুখ বলে
খ. কবি আশাবাদী হতে পারছেন না বলে
গ. পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে
ঘ. কবি সত্যদ্রষ্টা বলে

উত্তর: (গ); পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে

প্রশ্ন-৩২. জীবনানন্দ দাশ দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন?
ক. কবি নিসর্গপ্রেমিক বলে
খ. দারুচিনি বনানীর নীরবতা বোঝাতে
গ. সুচেতনা নাগরিক সভ্যতায় দুর্লভ বলে
ঘ. জনসমাজে নির্জনতা নেই বলে

উত্তর: (গ); সুচেতনা নাগরিক সত্যতায় দুর্লভ বলে

প্রশ্ন-৩৩. “প্রাণহীন বিবর্ণ নগরে, আমি যেন নির্জন দূরতর দ্বীপ,”— চরণদ্বয় তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাকে নির্দেশ করে?
ক. বিভীষণের প্রতি মেঘনাদ
খ. সোনার তরী
গ. তাহারেই পড়ে মনে
ঘ. সুচেতনা

উত্তর: (ঘ); সুচেতনা

প্রশ্ন-৩৪. ‘সুচেতনা’ কবিতায় কবিপ্রাণ কোথায় ঘুরেছে?
ক. শুভ্র সকালে
খ. রুঢ় রৌদ্রে
গ. ঘন কুয়াশায়
ঘ. চন্দ্রালোকে

উত্তর: (খ); রুঢ় রৌদ্রে

প্রশ্ন-৩৫. ‘সুচেতনা’ কবিতায় কবিপ্রাণ রূঢ় রৌদ্রে ঘুরেছে কেন?
ক. জীবিকা সংগ্রহের তাগিদে
খ. সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে
গ. মানুষকে মানুষের মতো ভালোবাসতে
ঘ. মানুষকে শ্রেণিসচেতন করে তুলতে

উত্তর: (গ); মানুষকে মানুষের মতো ভালোবাসতে

প্রশ্ন-৩৬. ‘আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি।’— সুচেতনা কবিতায় কোন চরণকে নির্দেশ করে?
ক. না এলেই ভালো হতো অনুভব ক’রে
খ. দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু
গ. আজকে অনেক গূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ
ঘ. আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে

উত্তর: (গ); আজকে অনেক গূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ

প্রশ্ন-৩৭. ‘সুচেতনা’ কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী?
ক. দেশের
খ. পরিবারের
গ. মহাবিশ্বের
ঘ. পৃথিবীর

উত্তর: (ঘ); পৃথিবীর

প্রশ্ন-৩৮. ‘সুচেতনা’ কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে?
ক. দেশের
খ. সমাজের
গ. পৃথিবীর
ঘ. রাষ্ট্রের

উত্তর: (গ); পৃথিবীর

প্রশ্ন-৩৯. ‘সুচেতনা’ কবিতায় কোনটিকে অনেক শতাব্দীর মনীষীর কাজ বলা হয়েছে?
ক. পৃথিবীর গভীরতর অসুখ
খ. সমুজ্জ্বল ভোর
গ. রণরত্ন সফলতা
ঘ. পৃথিবীর ক্রমমুক্তি

উত্তর: (ঘ); পৃথিবীর ক্রমমুক্তি

প্রশ্ন-৪০. ‘সুচেতনা’ কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে?
ক. মনীষীর
খ. শিক্ষকের
গ. বুদ্ধিজীবীর
ঘ. মুনি-ঋষির

উত্তর: (ক); মনীষীর

প্রশ্ন-৪১. ‘সুচেতনা’ কবিতায় কোন পথে আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে?
ক. সৌহার্দের পথে
খ. সুচেতনার পথে
গ. সম্প্রীতির পথে
ঘ. সাম্যবাদের পথে

উত্তর: (খ); সুচেতনার পথে

প্রশ্ন-৪২. ‘সুচেতনা’ কবিতায় কবি যে বাতাসের উল্লেখ করেছেন তা কেমন?
ক. প্রবল উষ্ণ
খ. অতীব শীতল
গ. পরম সূর্যকরোজ্জ্বল
ঘ. চরম খ্যাপাটে

উত্তর: (গ); পরম সূর্যকরোজ্জ্বল

প্রশ্ন-৪৩. এ বাতাস কী পরম সূর্যকরোজ্জ্বল’ চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. রুঢ় বাস্তবতা
খ. আশাবাদ
গ. নৈরাশ্য
ঘ. অধিবাস্তবতা

উত্তর: (খ); আশাবাদ

প্রশ্ন-৪৪. ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে কবি কী গড়ে দিতে চান?
ক. অন্তিম প্রভাত
খ. সুরম্য জাহাজ
গ. মানবিক সভ্যতা
ঘ. ভালো মানবসমাজ

উত্তর: (ঘ); ভালো মানবসমাজ

প্রশ্ন-৪৫. কবি কোন সময়ে ভালো মানবসমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন?
খ. আগামী শতকে
খ. অন্তিম প্রভাতে
গ. অন্তিম সন্ধ্যায়
ঘ. আগামী দিনে

উত্তর: (খ); অন্তিম প্রভাতে

প্রশ্ন-৪৬. মাটি ও পৃথিবীর টানে মানবজন্মের ঘরে এসে কবি কী অনুভব করেছেন?
ক. এসে ভালোই হলো
খ. এসে খারাপ হলো
গ. না এলেই ভালো হতো
ঘ. না এলেই খারাপ হতো

উত্তর: (গ); না এলেই ভালো হতো

প্রশ্ন-৪৭. কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন?
ক. উজ্জ্বল ভোরে
খ. সমুজ্জ্বল ভোরে
গ. আলোকিত ভোরে
ধ. অস্তিম ভোরে

উত্তর: (খ); সমুজ্জ্বল ভোরে

প্রশ্ন-৪৮. মানবজন্মের ঘরে এসে যে কবির গভীরতর লাভ হয়েছে তা কবি কখন বুঝেছেন?
ক. কুয়াশার শরীর ছুঁয়ে মেঘ ঢাকা ভোরে
খ. ভোরের শিশিরে ভিজে আলোকিত দিনে
গ. শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল দিনে
ঘ. শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে

উত্তর: (ঘ); শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে

প্রশ্ন-৪৯. ‘শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে’- চরণটিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. শিশিরের প্রতি কবির মুগ্ধতা
খ. ভোরের প্রতি কবির মুগ্ধতা
গ. প্রকৃতির মাঝে মুক্তির স্বাদ লাভ
ঘ. শিশিরের মাঝে মিশে যাওয়ার আকুলতা

উত্তর: (গ); প্রকৃতির মাঝে মুক্তির স্বাদ লাভ

প্রশ্ন-৫০. ভোরের শিশির তুহিনের খুব প্রিয়। রৌদ্রালোকিত ভোরের শিশিরের স্পর্শে তার মনে হয় জীবন অপূর্ব।— তুহিনের এই অনুভবের প্রকাশ রয়েছে কোন কবিতায়?
ক. সোনার তরী
খ. সুচেতনা
গ. পদ্মা
ঘ. তাহারেই পড়ে মনে

উত্তর: (খ); সুচেতনা

এখানে সুচেতনা কবিতার মোট ৫০টি এমসিকিউ বা বহুবির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলো। নিচে থেকে চাইলে এর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button