Bangla

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৪

HSC বাংলা প্রথম পত্রের জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিচে প্রকাশ করা হলো।

উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের একটি পদ্যাংশের একটি কবিতার নাম সুচেতনা। “সুচেতনা” কবিতাটি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ (১৯৪২) কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। “সুচেতনা” জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এ কবিতায় সুচেতনা সম্বোধনে কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। এখানে সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

‘সুচেতনা’ কবিতায় সুচেতনার কথা উত্থাপনের মধ্য দিয়ে কবি মানুষের মাঝে শুভবোধের উদ্বোধন কামনা করেছেন। এই সুচেতনা কবির অত্যন্ত প্রার্থিত আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাস। আলোচ্য কবিতাটিতে উপমার বহুমাত্রিক ব্যবহারে কবি তাঁর এই অন্তর্গত বিশ্বাসকেই শিল্পিত করে তুলেছেন। এ কবিতায় তাঁর এই বিশ্বাস মূলত দূরবর্তী দ্বীপসদৃশ ‘একটি ধারণা।

পৃথিবীর নির্জনতায়, বিচিত্র টানাপোড়েন বা রক্তপাতের মতো বিপর্যয়ে এর ব্যত্যয় ঘটে না। কবির চেতনাগত এই বিশ্বাসই শেষাবধি হিংসার বিষবাষ্প থেকে সৃষ্ট পৃথিবীর গভীরতর অসুখকে সারিয়ে তুলতে পারে। সর্বোপরি এটি আমাদের এক মুক্ত, আলোকোজ্জ্বল ও সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখায় । জীবনমুক্তির এই চেতনাই মানবসমাজের অগ্রযাত্রাকে মসৃণ করবে, শাশ্বত রাত্রির বুক থেকে নেতিবাচকতার অন্ধকার দূর করে অনন্ত সূর্যোদয় ঘটাবে।

সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বাংলা প্রথম পত্রের জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এটি এইচএসসি ২০২৫ সংক্ষিপ্ত সিলেবাস এর বাহিরের কবিতা।

সৃজনশীল প্রশ্ন ১:

‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর
লও যত লৌহ লোষ্ট কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি।’

ক. কোনটি মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে?
খ. মাটি পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি – চরণটি ব্যাখ্যা করো।
গ. নগর ও সভ্যতা সম্পর্কে ‘সুচেতনা’ কবিতা ও উদ্দীপকে প্রকাশিত দৃষ্টিভঙ্গির তুলনা করো।
ঘ. “সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতা আছে।’- চরণটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২:

‘আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলে যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন।’

গীতিকার — ঋতুপর্ণ ঘোষ

ক. কোন প্রাপ্তি আমাদের শেষ পর্যন্ত গভীরভাবে প্রাণিত করে?
খ. মানুষ পৃথিবীর কাছে ঋণী কেন?
গ. উদ্দীপক ও ‘সুচেতনা’ কবিতার ভাবগত সাদৃশ্য দেখাও।
ঘ. ‘আগুনের দিন শেষ হবে একদিন।’- উদ্দীপকের এই চরণটি ‘সুচেতনা’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩:

‘এই বেদনার ইতিহাস শুনেছো কি?
দেখেছো কি মানুষের অশ্রু,
শিশিরে শিশিরে ঝরে
‘তুমি দেখেছো কি?’

-গৌরীপ্রসন্ন মজুমদার

ক. ক্লান্ত ক্লান্তিহীন নাবিকেরা নিজ হাতে কী গড়ে দেবে?
খ. কবি সুচেতনাকে দূরতর দ্বীপের সঙ্গে তুলনা করেছে কেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার কোন দিককে নির্দেশ করে? আলোচনা করো।
ঘ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার আংশিক ভাব ধারণ করেছে।”- উক্তিটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪:

‘জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ
মানুষে করিছে ক্ষুদ্র, বিষাইছে বিশ্বের আকাশ,
মানবতা মহাধর্ম রোধ করি করিছে উল্লাস
বর্বরের হিংস্র নীতি, ঘৃণা দেয় বিকৃত নির্দেশ।’

ক. জীবনানন্দ দাশের বিখ্যাত প্রবন্ধগ্রন্থের নাম কী?
খ. বাতাসকে পরম সূর্যকরোজ্জ্বল বলে কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার কোন দিককে নির্দেশ করে? আলোচনা করে।
ঘ. পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’— সুচেতনা কবিতার এই চরণটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫:

‘কার ঘরে প্রদীপ জ্বলেনি
কার বাছার অন্ন মেলেনি
কার নেই আশ্রয় বর্ষায়
দিন কাটে ভাগ্যের ভরসায়
তুমি হও একজন তাদেরই
কাধে আজ তার ভার
তুলে নাও, তুলে নাও, তুলে নাও।’

– খলিল চৌধুরী

ক. কোনটি অনেক শতাব্দীর মনীষীর কাজ?
খ. কবি মানবসমাজে সুচেতনা প্রত্যাশা করেছেন কেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার কোন দিককে নির্দেশ করে? আলোচনা করো।
ঘ. ‘উদ্দীপকের “তুমি” যেন ‘সুচেতনা’ কবিতায় বর্ণিত, ক্লান্ত ক্লান্তিহীন নাবিক’- উক্তিটির সত্যতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ৬:

‘ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।’

—রবীন্দ্রনাথ ঠাকুর

ক. কবি মানব জন্মের ঘরে এসেছেন কীসের টানে?
খ. শিশির শরীর ছুঁয়ে কবির বোধের পরিবর্তন হলো কেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার কোন দিককে নির্দেশ করে? – আলোচনা করো।
ঘ. ‘ছড়িয়ে আছে আনন্দেরই দান’— উদ্দীপকের এ চরণটি সুচেতনা কবিতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭:

‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত না স্বপ্ন মুকুলেই ঝরে যায়
শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়।’

—সত্য সাহা

ক. জীবনানন্দ দাশ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
খ. কবির প্রাণ অনেক বৃঢ় রৌদ্রে ঘুরেছে কেন?
গ. ‘সুচেতনা’ কবিতার ভাববস্তুর সঙ্গে উদ্দীপকের ভাববস্তুর তুলনা করো।
ঘ. “উদ্দীপকটি সুচেতনা’ কবিতার সমগ্র দিককে নির্দেশ করেনি।”- ‘সুচেতনা’ কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ৮:

‘দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত
মানুষে মানুষে হল কত হানাহানি।
এবার মোদের পুণ্যে সমুদিবে প্রেমের প্রভাত
সোল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী।’

ক. ‘বেলা অবেলা কালবেলা’ কোন ধরনের গ্রন্থ?
খ. কীভাবে পৃথিবীকে গভীরতর অসুস্থতা থেকে মুক্ত করা যাবে বলে কবি বিশ্বাস করেন?
গ. উদ্দীপকটি ‘সুচেতনা’ কবি কোন দিকটি নির্দেশ করেছে? আলোচনা করো?
ঘ. “উদ্দীপকে ‘সুচেতনা’ কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে।”- উক্তিটির পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯:

‘পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়,
সবার মনের দীপালি জ্বালাতে
যে দ্বীপ আপনি জ্বলে,
কেন আর তারে ঢেকে রাখ বলো
তোমার আঁচল তলে।
শোন না কি ওই আজ দিকে দিকে,
কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়,
পথ ছেড়ে দাও, নয় সাথে চল।’

— গীতিকার মোহিনী চৌধুরী

ক. জীবনানন্দ দাশের নিসর্গবিষয়ক কবিতা কোন আন্দোলনে প্রভাব রাখে?
খ. “বিকেলের নক্ষত্রের কাছে’ চরণটি কবি কোন অর্থে ব্যবহার করেছেন?
গ. উদ্দীপকে প্রকাশিত জীবনবোধের সঙ্গে ‘সুচেতনা’ কবিতায় প্রকাশিত জীবনবোধের সাদৃশ্য দেখাও।
ঘ. “কিছু সাদৃশ্য থাকা সত্ত্বেও ‘সুচেতনা’ কবিতা ও উদ্দীপকে প্রকাশিত জীবনবোধের ভিন্নতা অনেক। ” – বিশ্লেষণ করো

সৃজনশীল প্রশ্ন ১০: সুচেতনার কল্পতরু, যেখানে সুচেতনা হলো (১) প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা; (২) উদার মানবিকতা বোধ; (৩) পৃথিবীর ক্রমমুক্তির আকাঙ্ক্ষা; (৪) স্বার্থ ও অর্থচিন্তা থেকে মুক্তি; (৫) প্রকৃতির প্রতি মুগ্ধতা।

ক. কবি কাদের নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন?
খ. মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়েও স্বজনের মৃতদেহ দেখেছেন কেন?
গ. ‘সুচেতনা’ কবিতাটির সঙ্গে উদ্দীপকের ভাবনার তুলনা করো।
ঘ. “উদ্দীপকটি ‘সুচেতনা’ কবিতার সমগ্রভাবকে ধারণ করে না।”- উক্তিটির পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো।

আরো দেখুনঃ

এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের সুচেতনা কবিতার মোট ১০টি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত সুচেতনা কবিতার সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC বাংলা ১ম পত্র সুচেতনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button