Bangla

তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

HSC বাংলা প্রথম পত্রের সুফিয়া কামাল রচিত তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে প্রকাশ করা হলো।

এইচএসসি বা উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের একটি কবিতার নাম তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে কবিতাটি সুফিয়া কামাল রচিত একটি কবিতা। তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো।

তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: বিষণ্ণ বিরহী বাতাস মনের জানালায় দেয় উঁকি। উন্মনা মন আজ মাধবীর। পড়ন্ত বিকেলে দখিনের বারান্দায় বেদনার রাগিনী ওঠে তার। শোকের পাথর বেয়ে আসে বসন্ত। চৈত্রের খরায় শুকিয়ে গেছে বুক। সেখানে শুধু ধু-ধু বালুচর। নেই তাতে জল, আছে কষ্টের হলাহল। শীতের শুষ্কতা মুছে বসন্তের শূন্যতা চেপে ধরেছে তারে। কারণ, মাঘের শীতে প্রিয়জন তার গিয়েছে চলে না ফেরার দেশে।

ক. কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী?
খ. ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।’- চরণটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
ঘ. “উদ্দীপকের ‘মাধবী’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির ব্যক্তি চরিত্রের ছায়ার্চিত্র।”- উক্তিটি মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ২: চিত্রশিল্পী কাজী ইকবাল স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজার সমুদ্রসৈকতে। হঠাৎ আসা সুনামির আঘাতে ভেসে গেল তাঁর পরিবারের সবাই। নিজে বেঁচে গেলেও বিয়োগান্ত এই ঘটনার শোকে ভীষণ ভেঙে পড়লেন। ছবি আঁকা নেশা ও পেশা হলেও তিনি, আর কখনোই হাতে তুলে নেননি ছবি আঁকার তুলি কিংবা রং।

ক. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’- প্রশ্নটির কার?
খ. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’-পঙ্ক্তিটি বুঝিয়ে লেখো।২
গ. উদ্দীপকের ভাববস্তুর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুর সাদৃশ্য আলোচনা করো।
ঘ. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির প্রকৃতিঘনিষ্ঠ যে মনোবেদনা বর্ণিত হয়েছে, উদ্দীপকে তা অনুপস্থিত।”-মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ৩: বাইক্কা বিলের বর্ষার সৌন্দর্য কতই না চমৎকার! কাকের চোখের মতো টলটলে জল, রঙিন শাপলা-শালুক, কলমিলতার মতো নানাবিধ ফুল, পানকৌড়ি, বুনো হাঁসের মতো বিপুলসংখ্যক দেশি-বিদেশি পাখি কার না ভালো লাগে। কিন্তু এমন মনোলোভা সৌন্দর্যের কাছে এসেও সেঁজুতি জামান আজ বিষণ্ণ। কারণ, কয়েক বছর আগে নৌকায় করে এ বিল পার হতে গিয়েই তার দশ বছরের ছেলে আবির মারা যায়।

ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
গ. ‘উদ্দীপকের সেঁজুতি জামানের মনোভাব ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলে তুমি মনে করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৪: ভেতরে আমার বাঁশিটি বাজে না আর, ওড়ে না পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক নদী জলের ঢেউগুলো নির্বাক ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।

ক. কবিভক্ত কবির কাছে কী শোনার মিনতি করে?
খ. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?
গ. উদ্দীপকের কবিতাংশটুকুর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাদৃশ্য তুলে ধরো।
ঘ. “কবিতাংশটুকুর কবির দহন যেন ‘তাহারেই পড়ে মনে'” কবিতার কবির অন্তর্দহন।”-মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৫: কলেজ থেকে শিক্ষাসফরের উদ্দেশ্যে কক্সবাজার গেল গালিবসহ তার বন্ধুরা। সাগরের পানিতে নেমেছে সবাই, খুব হৈচৈ আর লাফালাফি করে গোসল করছে তারা। হিমছড়ি পাহাড়ে উঠে আনন্দে আত্মহারা সবাই। কিন্তু গালিব এক কোণে বসে আছে, তার মনে কোনো আনন্দ নেই, কারণ পাঁচ বছর আগে সে তার বাবার সাথে এখানে এসেছিল, অনেক আনন্দ করেছিল সবাই মিলে। এখন তার বাবা নেই, কিন্তু বাবার রেখে যাওয়া সেই স্মৃতি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সমস্ত আনন্দই তার কাছে ম্লান হয়ে আসে।

ক. ‘কুহেলি’ শব্দের অর্থ কী?
খ. বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের গালিব ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি ধারণ করেছে? আলোচনা করো।
ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও গালিব ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি উভয়ের অন্তরে রয়েছে তীব্র বেদনা।”-মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬: রত্না ও রতনের দাম্পত্য জীবন বেশ সুখে-শান্তিতেই কাটছিল। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল রতন। কালের বিবর্তনে জীবন নামের একজন ভালো মানুষের সাথে রত্নার পুনরায় বিয়ে হলেও প্রথম স্বামীর স্মৃতি একমুহূর্তের জন্যও ভুলতে পারেনি সে। কেননা, প্রথম স্বামী ছিল তার সকল কাজের সহযোগী ও প্রেরণাদাতা। প্রতি বসন্তে রত্না তাই প্রথম স্বামীর কথা বিশেষভাবে স্মরণ করে নীরবে কাঁদে। কারণ, তার ভালোবাসার মানুষটি বসন্তকালের পূর্বলগ্নেই তাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে।

ক. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- কার কথা বলা হয়েছে?
খ. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বিষয়বস্তু ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। বুঝিয়ে লেখো।
ঘ. “উদ্দীপকের রত্না আর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির কষ্ট একসূত্রে গাঁথা”- বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭: একুশের বইমেলায় প্রতিবছর সবুজ সাহেবের কবিতার নতুন বই প্রকাশিত হয়। এ বছর তা হয়নি। গত ঈদে গ্রামের বাড়ির পুকুরে ডুবে সবুজ সাহেবের একমাত্র পুত্র ফয়সাল মারা যান। কবি পুত্রশোকে শোকগ্রস্ত। বইমেলা উপলক্ষ্যে নতুন বই প্রকাশে কয়েকজন প্রকাশক কবি সবুজ সাহেবের কাছে পাণ্ডুলিপি চেয়েছেন। কিন্তু কবি কারো কথা রাখতে পারেননি।

ক. ‘পাথার’ শব্দের অর্থ কী?
খ. ‘সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া’- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সবুজ সাহেবের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির সাদৃশ্য দেখাও।
ঘ. “উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বিষণ্ণতার সুর স্পষ্ট হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, ‘তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দু’ধারে কাশবন, মৃদু বাতাসে নৌকার দোলা- তোমার মন ভালো হয়ে যাবে।’ জবাবে আবিদ বলল, ‘নির্মল জল, রূপালি চাঁদ কোনোকিছুতে আর মন নেই বন্ধু! আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।’

ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী?
খ. কবিতায় কবির ব্যক্তিজীবন কীভাবে ধরা পড়েছে?
গ. উদ্দীপকের বাতেন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কার কথা স্মরণ করিয়ে দেয়? উভয়ের ভূমিকার তুলনা করো।
ঘ. “আবিদের জবাবে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলবক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে”- উক্তিটির যথার্থতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ৯: বারো-তেরো বছর বয়সে ফাতেমার বিয়ে হয়। দুরন্ত ফাতেমা বিবাহ সম্পর্কে কিছুই বোঝে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সে মুগ্ধ হলেও স্বামীর প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন নয়। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সে স্বামীর প্রতি কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এখন তার একমাত্র প্রিয়জন হলো তার প্রাণপ্রিয় স্বামী। একদিন বেড়াতে বের হলে সড়ক দুর্ঘটনায় মারা যায় তার প্রাণপ্রিয় স্বামী। এতে সে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। বসন্তের অপরূপ সৌন্দর্য এখন তার অন্তরকে স্পর্শ করে না।

ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় কততম সংখ্যায় প্রকাশিত হয়?
খ. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্তের আগমনে কবি উদাসীন কেন?
গ. স্বামীর প্রতি ফাতেমার ভালোবাসা সুফিয়া কামালের ভালোবাসার সঙ্গে কতটুকু সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. ‘স্বামীর অকাল মৃত্যুতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবির মতো ফাতেমার অন্তরকেও স্পর্শ করতে পারেনি’- ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রেহনুমা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত নারী। স্বামী আশরাফ দশ বছর আগে বিদেশে পিএইচডি করতে গিয়ে আর ফিরে আসেনি। প্রথম দিকে খোঁজখবর রাখলেও এখন যোগাযোগ একদমই বন্ধ। আশরাফ সেখানে এক বিদেশিনীর সাথে সংসার পেতেছে। অবশ্য রেহনুমাকে এখনো ডিভোর্স লেটার পাঠায়নি। বেদনায় মুষড়ে পড়লেও এখনো আশাহত হয়নি সে। তার বিশ্বাস’ একদিন তার স্বামী ঠিকই ফিরে আসবে। স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে শুধু স্বপ্ন বুনে চলেছে।

ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা?
খ. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’- এখানে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে প্রতিফলিত আশরাফ ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার প্রতিনিধি? আলোচনা করে বুঝিয়ে দাও।
ঘ. “উদ্দীপকে রেহনুমার মনোবেদনা আর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির বিরহ-বেদনা একসূত্রে গাঁথা”- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের তাহারেই পড়ে মনে কবিতার মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button