টুরিং টেস্ট কী? টুরিং টেস্ট কীভাবে করে?
এখানে নিচে টুরিং টেস্ট কি, টুরিং টেস্ট কাকে বলে, টুরিং টেস্ট কীভাবে কাজ করে এবং টুরিং টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রতিভাবান কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং ১৯৫০ সালে তার যুগান্তকারী টুরিং টেস্ট পরীক্ষা প্রকাশ করেন। তার করা এই টুরিং টেস্ট পরীক্ষা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভিত্তি স্থাপন করে। তাই অ্যালান টুরিং কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক বলা হয়।
টুরিং টেস্ট কী?
টুরিং টেস্ট হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে বুঝা যায় কোন যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কি-না। এই টেস্ট এ উতরে গেলে উক্ত যন্ত্রটির কৃত্রিম বুদ্ধিমত্তা আছে বলে ধরে নেওয়া হয়।
টুরিং টেস্ট কীভাবে করে?
টুরিং টেস্ট এ একজন মানুষ ও একজন যন্ত্রকে পাশাপাশি দুইটি ঘরে রাখা হয়। অন্য আরেকটি ঘরে একজন বিচারককে রাখা হয়। বিচারককের কাজ হলো বিভিন্ন প্রশ্ন করে যন্ত্র এবং মানুষকে আলাদা করা। এসব প্রশ্ন এবং উত্তর শুধুমাত্র লেখার মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে অর্থাৎ বিচারক কীবোর্ড এ টাইপ করে বা চিঠির মাধ্যমে প্রশ্ন করবেন এবং উত্তরকারীকেও কীবোর্ড এ টাইপ করে বা চিঠির মাধ্যমে উত্তর দিতে হবে।
বিচারক উত্তর দেখে যদি বুঝতে না পারেন উত্তরটি কার কাছে থেকে এসেছে। অর্থাৎ যদি যন্ত্র এবং মানুষের মধ্যে পার্থক্য করতে না পারেন তাহলে ধরে নেওয়া হয় যে যন্ত্রটির বুদ্ধিমত্তা আছে।